জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৪/২৫)
বিষয় কোড: 211901
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন
[
সর্বশেষ চূড়ান্ত সাজেশন]
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
"রাষ্ট্র" শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ৯৯%
উত্তর: ইতালির দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি।
'Polis' শব্দের অর্থ কি? ৯৯%
উত্তর: 'Polis' শব্দের অর্থ City state বা নগররাষ্ট্র।
কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? ১৯% অথবা, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: এরিস্টটল (Aristotle)-কে।
টমাস হবসের সবচেয়ে বিখ্যাত গ্রন্থের নাম কি? ৯৯%
উত্তর: The Leviathan (দি লেভিয়াথান)।
রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের প্রধান পদ্ধতি ২টি কি কি? ৯৯%
উত্তর: (i) দার্শনিক পদ্ধতি ও (ii) তুলনামূলক পদ্ধতি।
রাষ্ট্রের উপাদান কয়টি? ৯৯% অথবা, রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?
উত্তর: রাষ্ট্রের উপাদান ৪টি।
রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কি? ৯৯%
উত্তর: জনগণের কল্যাণ সাধন করা।
কল্যাণমূলক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%
উত্তর: কল্যাণমূলক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য হলো : (ক)
জনকল্যাণ সাধন ও (খ) ব্যক্তিস্বাধীনতা রক্ষা।
রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি? ৯৯% অথবা, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উত্তর: ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা? ৯৯%
অথবা, কোন
কোন দার্শনিক রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা?
উত্তর: সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন- টমাস হবস, জন লক ও জ্যাঁ জ্যাকুয়েশ রুশো।
কে রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করেছেন? ৯৯%
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক
করেছেন।
The Politics' গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%
উত্তর: এরিস্টটল।
Superanus অর্থ কী? ৯৯%
উত্তর: সর্বশ্রেষ্ঠ/প্রধান (Supreme)।
The Liviathan' গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%
উত্তর: 'The Liviathan' গ্রন্থটির রচয়িতা টমাস হবস।
'রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব। -কার উক্তি:
৯৯% অথবা,
"Sovereignty is the supreme will of the state." উক্তিটি কার?
উত্তর: অধ্যাপক ডব্লিউ. এফ, উইলোবির।
জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত
করেন? ৯৯%
উত্তর: Lectures on Jurisprudence গ্রন্থে।
সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে? ১%
উত্তর: হ্যারন্ড জে. লাস্কি (H. J. Laski) ।
কাকে একাত্মবাদী
সার্বভৌমত্বের জনক বলা হয়? ৯৯% 'অথবা, আইনগত
সার্বভৌমত্বের প্রবক্তা কে?
অথবা, সার্বভৌমত্বের
একাত্মবাদী মতবাদের প্রবক্তা কে?
উত্তর: জন অস্টিন।
নিজের উপর, নিজের দেহ ও মনের উপর ব্যক্তিই সার্বভৌম।"- কে বলেছেন? ৯৯% [
উত্তর: জন স্টুয়ার্ট মিল।
আইন' শব্দটি
কোন ভাষা থেকে এসেছে? ৯৯%
উত্তর: 'আইন' শব্দটি
ফারসি ভাষা থেকে এসেছে।
আইনের পাঁচটি উৎসের নাম লিখ। ৯৯% অথবা, আইনের
দুটি উৎস উল্লেখ কর। অথবা, আইনের
উৎসগুলো কি কি?
উত্তর: আইনের পাঁচটি উৎস হলো- ১. প্রচলিত প্রথা, ২. ধর্ম, ৩. বিচারালয়ের রায়, ৪. বিজ্ঞানসম্মত আলোচনা ও ৫. আইন পরিষদ।
হস্তান্তরিত আইন কী? ৯৯%
উত্তর: সাধারণত আইন বিভাগ আইন প্রণয়ন করে। কিন্তু বিভিন্ন
দেশে দেখা যায় আইন বিভাগ বৈধ ক্ষমতা বলেই আইন প্রণয়ন ক্ষমতা অন্য কোনো ব্যক্তি বা
কর্তৃপক্ষকে প্রদান করতে পারে। এ প্রদত্ত ক্ষমতা বলে ঐ ব্যক্তি বা কর্তৃপক্ষ যে
আইন প্রণয়ন করে তাই হলো হস্ত ান্তরিত আইন।
ইংরেজি "Liberty" শব্দের বাংলা প্রতিশব্দ কী? ৯৯%
উত্তর: Liberty শব্দের বাংলা প্রতিশব্দ হলো- স্বাধীনতা।
On Liberty'-কার রচিত গ্রন্থ? ৯৯%
উত্তর: জন স্টুয়ার্ট মিল (J. S. Mill)-এর।
স্বাধীনতার দুটি রক্ষাকবচের নাম লিখ। ৯৯%
উত্তর: স্বাধীনতার দুটি রক্ষাকবচের নাম হলো: ১. আইনের শাসন
ও ২. দায়িত্বশীল সরকার।
গণতন্ত্রের মূল ভিত্তি কি? ৯৯% টেস্ট পরীক্ষা- মিরপুর, বাঙলা ও গাইবান্ধা কলেজ)
উত্তর: সাম্য।
যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না"- উক্তিটি কার? ৯৯%
উত্তর: জন লকের।
অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি? ৯৯% অথবা, অধিকারের প্রধান রক্ষাকবচ কোনটি?
উত্তর: অধিকারের প্রধান রক্ষাকবচ হলো-আইন।
Natio' বা 'Natus' শব্দের
অর্থ কী? ৯৯% অথবা, 'Natus' শব্দটির অর্থ কি?
উত্তর: জন্ম বা বংশ।
জাতীয়তার উপাদানগুলোর নাম লিখ। ৯৯% অথবা, জাতীয়তার
তিনটি উপাদানের নাম লিখ।
উত্তর: ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ভাষা ও সাহিত্যের ঐক্য।
"Constitution
is the way of life, the state has chosen for itself." কে বলেছেন? ৯৯%
অথবা, 'সংবিধান
এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে"। -কে
বলেছেন?
অথবা, "Constitution is the way of life, the state has
chosen for itself" উক্তিটি কার
উত্তর: প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের।
কে. সি. হুইয়ারের একটি বইয়ের নাম লিখ। অথবা, কে. সি. হুইয়ারের বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তর: Federal Government.
বৃটেনের সংবিধান কোন ধরনের? ৯৯%
উত্তর: অলিখিত সংবিধান।
একটি উত্তম সংবিধানের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: প্রস্তাবনা, লিখিত রূপ ও সুস্পষ্টতা।
সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি ও কি কি? ৯৯%
অথবা, সংবিধান
প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি?
উত্তর: ৪টি। যথা- ১. অনুমোদন ২. আলাপ-আলোচনা, ৩. ক্রমবিবর্তন ও ৪. বিপ্লব।
এরিস্টটলের মতে, সর্বোৎকৃষ্ট সরকার কোনটি? ৯৯%
উত্তর: পলিটি (Polity) বা মধ্যতন্ত্র।
Demos ও Kratos শব্দের
অর্থ কী? ৯৯%
উত্তর: Demos অর্থ জনগণ ও Kratos শব্দের অর্থ ক্ষমতা
'Demos' শব্দের অর্থ কি? ৯৯%
উত্তর: 'Demos' শব্দের অর্থ জনগণ।
"Democracy
is a government of the people by the people and for the people. "-উক্তিটি কার? ৯৯%
অথবা, 'Democracy is a government of the people, by the
people and for the people'-কে
বলেছেন?
উত্তর: আব্রাহাম লিংকন-এর। টেস্ট পরীক্ষা
আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক কে? ৯৯% অথবা, সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর: আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক জন লক।
গণতন্ত্রের সফলতার দুইটি শর্ত লিখ।
উত্তর: গণতন্ত্রের সফলতার দুইটি শর্ত হলো : ১. আইনের
অনুশাসন ও ২. লিখিত সংবিধান।
সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান কে? ৯৯% অথবা, সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে?
উত্তর: সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান হলেন- প্রধানমন্ত্রী।
অধ্যাদেশ কি? ৯৯%
উত্তর: দেশে যখন পার্লামেন্ট থাকে না তখন রাষ্ট্রপতি
নির্বাহী আদেশে যে আইন জারি করেন তাকে অধ্যাদেশ বলে।
এককেন্দ্রিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%
উত্তর: (i) কেন্দ্রীয় সরকারের প্রাধান্য, (ii) প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র ও (iii) একক আনুগত্য।
'Foedus' শব্দের অর্থ কি?
উত্তর: 'Foedus' শব্দের অর্থ সন্ধি বা মিলন।
দ্বিকক্ষবিশিষ্ঠ আইনসভা চালু আছে এমন দুটি দেশের নাম লিখ।
১৯%
উত্তর: ১. ভারত ও ২. মার্কিন যুক্তরাষ্ট্র।
'যুক্তরাষ্ট্রীয় সরকার বিরল, কারণ ইহার পূর্বশর্ত অনেক।'- উক্তিটি কার? ৯৯%
উত্তর: উক্তিটি কে. সি হুইয়ার (K.C. Wheare)-এর।
সরকারের অঙ্গ বা বিভাগগুলোর নাম লিখ। ৯৯% অথবা, আধুনিক সরকারের তিনটি বিভাগের নাম উল্লেখ কর।
উত্তর: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।
ব্রিটেনের আইনসভার নাম কি? ১৯৯%
উত্তর: পার্লামেন্ট।
আইনসভার প্রধান তিনটি কার্যাবলি উল্লেখ কর। ৯৯%
উত্তর: আইনসভার প্রধান তিনটি কার্যাবলি হলো: ১. আইন প্রণয়ন
করা, ২.
আইন সংশোধন করা ও ৩. জনকল্যাণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
বাংলাদেশে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখেন কে? ৯৯%
উত্তর: মহামান্য রাষ্ট্রপতি।
বিচারপতিদের নিয়োগের তিনটি পদ্ধতি উল্লেখ কর। ৯৯% অথবা, কয়টি পদ্ধতিতে বিচারক নিয়োগ দেওয়া হয় ও কি কি?
উত্তর: ৩টি পদ্ধতিতে। যথা- ১. জনগণ কর্তৃক নির্বাচিত, ২. আইনসভা দ্বারা নির্বাচিত ও ৩. সরকার কর্তৃক নিয়োগ।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? ৯৯%
উত্তর: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন-
মন্টেস্কু।।
The Spirit of
Laws'-গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%
উত্তর: 'The Spirit of Laws' গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু।
নির্বাচকমণ্ডলী কারা? অথবা, নির্বাচকমণ্ডলী
কাকে বলে?
উত্তর: যারা আইনসভা অথবা নির্বাচক সংস্থায় প্রতিনিধি
নির্বাচনে আইনগত ভোটদানের অধিকারী 'তারাই নির্বাচকমণ্ডলী।
নারীর ভোটাধিকার প্রথম কোন দেশে স্বীকৃত হয়? ১৯%
উত্তর: নারীর ভোটাধিকার প্রথম স্বীকৃত হয় নিউজিল্যান্ডে (১৮৯৩)।
"নির্বাচকমণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ” এ উক্তিটি কার? ৯৯%
উত্তর: ডব্লিউ, এফ, উইলোবি
(W.F.
Willoughby)-এর।
সর্বজনীন ভোটাধিকারের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে কত বছর? ৯৯%
অথবা, বাংলাদেশের
ভোটাধিকার অর্জনের বয়সসীমা কত?
উত্তর: ১৮ বছর।
রাজনৈতিক দলের শ্রেণিবিভাগ কর। ৯৯%
উত্তর: রাজনৈতিক দল তিন প্রকার। যথা- ১. একদলীয় ব্যবস্থা, ২. দ্বি-দলীয় ব্যবস্থা ও ৩. বহুদলীয় ব্যবস্থা।
দ্বি-দলীয় ব্যবস্থা কোন কোন দেশে আছে? ৯৯%
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনে।
'Essays on
sociology' গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%
উত্তর: ম্যাক্স ওয়েবার।
এলিট আবর্তনের প্রবক্তা কে? ৯৯% \
উত্তর: ভিলফ্রেডো প্যারেটো
'The Ruling
Class' গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%
উত্তর: The Ruling Class' গ্রন্থটির রচয়িতা গায়েটানো মসকা।
'The Mind and
Society' গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%
উত্তর: ভিলফ্রেডো প্যারেটো।
ম্যাক্স ওয়েবারের বিখ্যাত গ্রন্থটির নাম কি? ৯৯%
রাজনৈতিক প্রতিষ্ঠা den dian dan dix day
উত্তর: Essays On Sociology.
চাপসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?
উত্তর:
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একদল ব্যক্তি সমষ্টি যার সদস্যগণ নির্দিষ্ট লক্ষ্যের
ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং তারা লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকে।
খ-বিভাগ :
সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short
Questions) :
v রাষ্ট্রবিজ্ঞানের
সংজ্ঞা দাও। ৯৯% অথবা,
রাষ্ট্রবিজ্ঞান
বলতে কি বুঝ?
v রাষ্ট্র ও সমাজের
মধ্যে পার্থক্য লিখ। ১৯% অথবা, রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য কী?
অথবা, রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্যগুলো কি কি?
v রাষ্ট্রবিজ্ঞান কী
বিজ্ঞান?
সংক্ষেপে আলোচনা
কর। অথবা,
রাষ্ট্রবিজ্ঞানকে
কেন বিজ্ঞান বলা হয়?
v সার্বভৌমত্ব কি? ৯৯% অথবা, সার্বভৌমত্বের সংজ্ঞা দাও।
v জনগণ আইন মান্য
করে কেন?
৯৯% অথবা, মানুষ আইন মান্য করে কেন?
v রাজনৈতিক স্বাধীনতা
বলতে কী বুঝ অথবা,
রাজনৈতিক
স্বাধীনতার সংজ্ঞা দাও।
v স্বাধীনতার
রক্ষাকবচগুলো কী কী?
৯৯% অথবা, স্বাধীনতার রক্ষাকবচ বলতে কি বুঝ?
অথবা, স্বাধীনতার রক্ষাকবচ কাকে বলে
v অধিকার ও
কর্তব্যের মধ্যে সম্পর্ক নির্দেশ কর। ১৯%
v জাতি ও জাতীয়তার
মধ্যে পার্থক্য লিখ। ৯৯% অথবা, জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য আলোচনা কর।
v সাংবিধানিক সরকার বলতে
কী বুঝ?
১৯%
v অথবা, সাংবিধানিক সরকার কী? [টেস্ট পরীক্ষা-তিতুমীর, আ অথবা, সাংবিধানিক সরকার বলতে কি বুঝ?
v সংসদীয় সরকারের
পূর্বশর্ত কী?
অধ্যাদেশ বলতে কি
বুঝ?
১৯৭০%
v রাষ্ট্রপতি শাসিত
সরকারের সংজ্ঞা দাও। অথবা,
রাষ্ট্রপতি শাসিত
সরকার কি?
v মন্ত্রিপরিষদ
শাসিত সরকারের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী? ১০০%
v অথবা, মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থার মূল
বৈশিষ্ট্যগুলো কি কি?
v অথবা, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রধান প্রধান
বৈশিষ্ট্য উল্লেখ কর।
v ক্ষমতা ও
কর্তৃত্বের মধ্যে পার্থক্য লিখ। অথবা, ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্যগুলো কি কি?
v যুক্তরাষ্ট্রীয়
সরকারের সফলতার চারটি পূর্বশর্ত উল্লেখ কর।
অথবা,
যুক্তরাষ্ট্রীয়
সরকারের সাফল্যের গুণাবলি আলোচনা কর।
v এক কক্ষবিশিষ্ট
আইনসভার পক্ষে যুক্তি দাও। অথবা, এক কক্ষবিশিষ্ট আইনসভার সুবিধাগুলো কি কি?
v শাসন বিভাগের
ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন?
v অথবা, আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির
কারণসমূহ আলোচনা কর।
অথবা, বর্তমান রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির
কারণগুলো আলোচনা কর।
v সমানুপাতিক
প্রতিনিধিত্ব কী?
৯৯% অথবা, সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বুঝ?
v চাপসৃষ্টিকারী
গোষ্ঠীর বৈশিষ্ট্যসমূহ লিখ।
v আমলাতন্ত্রের
বৈশিষ্ট্য লেখ। ৯৯% অথবা,
আমলাতন্ত্রের
বৈশিষ্ট্যগুলো লিখ।
অথবা, আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
v আধুনিক রাষ্ট্রের কার্যাবলি আলোচনা কর। অথবা, আধুনিক রাষ্ট্রের কার্যাবলি বর্ণনা কর।
v রাষ্ট্রের উৎপত্তি
সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলোচনা কর। ৯৯%
অথবা, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সামাজিক চুক্তি
মতবাদটি ব্যাখ্যা কর।
অথবা, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদটি
গ্রহণযোগ্য?
কেন? ব্যাখ্যা কর
v আইন বলতে কি বুঝায়? আইনের উৎসগুলো আলোচনা কর। ৯৯%।
অথবা, আইন কি? আইনের প্রধান উৎসগুলো আলোচনা কর।
v অধিকার কি? অধিকার সংরক্ষণের উপায়গুলো আলোচনা কর।
অথবা, অধিকারের সংজ্ঞা দাও। অধিকার রক্ষার উপায়সমূহ
লিখ।
v জাতীয়তাবাদ কি
আধুনিক সভ্যতার প্রতি হুমকিস্বরূপ'। -ব্যাখ্যা
v একটি উত্তম সংবিধানের
বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
v যুক্তরাষ্ট্রীয়
সরকারের সাম্প্রতিক প্রবণতা আলোচনা কর।
v মন্ত্রিপরিষদ
শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য নির্দেশ
অথবা, সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে
পার্থক্য আলোচনা কর।
v যুক্তরাষ্ট্রীয়
সরকারের সফলতার শর্তাবলি আলোচনা কর।
অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকার কি? "যুক্তরাষ্ট্রীয় সরকার বিরল, কারণ এর পূর্বশর্ত অনেক।"-উক্তিটি পরী
v আধুনিক রাষ্ট্রে
শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর।
অথবা, তুমি কি মনে কর , আইনসভার চেয়ে নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি
পাচ্ছে?
আলোচনা কর।
v "ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়" ব্যাখ্যা কর। ১০০%
অথবা, "ক্ষমতার পূর্ণস্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়"-উক্তিটির, যথার্থতা বিশ্লেষণ কর।
v আধুনিক
গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর ভূমিকা মূল্যায়ন কর।
v গণতান্ত্রিক
রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত? বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর।
v রাজনৈতিক দলের
সংজ্ঞা দাও।আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের গুরুত্ব ও ভূমিকা আলোচনা
কর।
v আমলাতন্ত্র
নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
v উন্নয়নশীল দেশের
রাজনৈতিক উন্নয়নে এলিটের ভূমিকা কি? ৯৯%
v আধুনিক
গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলি আলোচনা কর। ৯৯%
v জনমত গঠনের
বাহনগুলো আলোচনা কর। ৯৯%
v উন্নয়নশীল দেশে
গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর। ৯৯%
অথবা, উন্নয়নশীল দেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের
গুরুত্ব বর্ণনা কর।
v সুশীল সমাজের সাথে
রাষ্ট্র,
গণতন্ত্র ও
ক্ষমতার সম্পর্কে বর্ণনা করা।
অথবা,
সুশীল সমাজের সাথে
রাষ্ট্র,
গণতন্ত্র ও
ক্ষমতার সম্পর্ক আলোচনা কর।