জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২২; অনুষ্ঠিতব্য-২০২৪/২৫]
রাষ্ট্রবিজ্ঞান-পঞ্চম পত্র
বিষয় কোড: 131901
বিষয়ের নাম: বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি
(বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি)
[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন]
জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? ৯৯% অথবা, জেলার সর্বোচ্চ ক্ষমতাশালী কর্মকর্তার নাম কি?
উত্তর: জেলা প্রশাসক।
"The Mind and Society" গ্রন্থটির রচয়িতা কে? ৯৯% অথবা, The Mind and Society-গ্রন্থটি কার লেখা?
উত্তর: ভিলফ্রেডো প্যারেটোর লেখা।
ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন?৯৯%অথবা, ইউনিয়ন পরিষদে নির্বাচিত সদস্য কত জন?
উত্তর: ১৩ জন (১ জন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ডে ৯ জন সদস্য এবং ৩টি সংরক্ষিত আসনে ৩ জন নির্বাচিত নারী সদস্য)।
So Little Republic কাকে বলা হতো? ৯৯%
উত্তর: প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে Little Republic বলা হতো।
পৌরসভার প্রধানকে কি বলা হয়?% অথবা, সিটি কর্পোরেশন প্রধানকে কি বলে?
উত্তর: মেয়র।
পূর্ব বাংলা থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করা হয় কত সালে? ৯৯%
উত্তর: ১৯৫০ সাল
চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে পাস করা হয়? ৯৯% অথবা, জামিদারি প্রথা কবে চালু হয়?
উত্তর: ১৭৯৩ সালে।
মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল? অথবা, মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে প্রবর্তন করা হয়?
উত্তর: ২৭ অক্টোবর, ১৯৫৯ সালে।
মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? ৯৯% অথবা, মৌলিক গণতন্ত্র (Basic Democracy) ব্যবস্থার প্রবর্তক কে?
উত্তর: আইয়ুব খান।
গ্রাম চৌকিদারি আইন কত সালে প্রণীত হয়? ৯৯% অথবা, বাংলার আইনসভায় গ্রাম চৌকিদার আইন কত সালে পাস হয়?
উত্তর: ২২ জানুয়ারি ১৮৭০ সালে।
ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন?৯৯%
উত্তর: লর্ড মেয়ো।
বাংলাদেশে বর্তমানে কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে? টেস্ট পরীক্ষা- কবি নজরুল ও পি.সি কলেজ।
উত্তর: ৪,৫৭৮টি। তথ্য সূত্র: উইকিপিডিয়া-২০২৩।
বাংলাদেশে বর্তমানে কয়টি উপজেলা পরিষদ রয়েছে? ১৯১% অথবা, বাংলাদেশে উপজেলার সংখ্যা কত?
উত্তর: ৪৯৫টি।
উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কী বলা হয়? ১১%
উত্তর: উপজেলা চেয়ারম্যান।
বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি? অথবা, বাংলাদেশে মোট কয়টি সিটি কর্পোরেশন আছে?
উত্তর: ১২টি।
ইউনিয়ন পরিষদে কতটি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত? ৯৯%
উত্তর: ৩টি পদ।
জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কত জন? ৯৯%
উত্তর: ২১ জন।
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।
অর্থনৈতিক পরিকল্পনা কী?
উত্তর: কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে।
জাতীয় অর্থনৈতিক পরিষদ কি? ৯৯% অথবা, ECNEC কি?
উত্তর: দেশের যেকোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষই হলো জাতীয় অর্থনৈতিক পরিষদ।’
বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উল্লেখ কর। অথবা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়? অথবা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল উল্লেখ কর।
উত্তর: ১৯৭৩-১৯৭৮ সাল।
আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণা সর্বপ্রথম কোন দেশে পাওয়া যায়? ৯৯%
উত্তর: সোভিয়েত রাশিয়ায়।
সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? ৯৯% অথবা, সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ বা পর্যায় কোনটি?
উত্তর: সমস্যা শনাক্তকরণ বা চিহ্নিতকরণ।
বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উল্লেখ কর। ৯৯% অথবা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়? অথবা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল উল্লেখ কর।
উত্তর: ১৯৭৩-১৯৭৮ সাল।
আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণা সর্বপ্রথম কোন দেশে পাওয়া যায়? ৯৯%
উত্তর: সোভিয়েত রাশিয়ায়।
১৫৫১০ সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? ৯৯%অথবা, সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ বা পর্যায় কোনটি?
উত্তর: সমস্যা শনাক্তকরণ বা চিহ্নিতকরণ।
স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী? ৯৯%
উত্তর: কেন্দ্রীয় মন্ত্রণালয় হতে আরোপিত সম্পদ এবং স্থানীয় সম্পদের সমন্বয়ের ভিত্তিতে জনগণের অংশগ্রহণ ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে মত বিনিময়ের মাধ্যমে যে পরিকল্পনা করা হয় তাকে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বলে।
গ্রামীণ রাজনীতি কি? ৯৯%
উত্তর: গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে।
গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কী? ৯৯%
উত্তর: গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো- এ সমাজ কৃষিনির্ভর।
গ্রাম্য আদালত কী? ৯৯% অথবা, গ্রাম আদালত কি?
উত্তর: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচারকার্য পরিচালনা করা হয় তাকেই গ্রাম্য আদালত বলে।
সালিশ বলতে কী বোঝায়?অথবা, সালিশ কীঃ অথবা, সালিশ বলতে কি বুঝ?
উত্তর। সালিশ হলো দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ বিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া।
গোমদ কি।
উত্তর। পোষক বলতে এমন এক ধরনের পদস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নির্দেশ করে যারা মনিবের ভূমিকায় অবতীর্ণ হয়। যেমন- গ্রাম্য মহাজন বা ধনী ব্যক্তি।
BARD-এর পূর্ণরূপ কী?
উত্তর। BARD -এর পূর্ণরূপ হলো- Bangladesh Academy for Rural Development.
VGF এর পূর্ণরূপ কি?
উত্তর: VGP-এর পূর্ণরূপ হলো- Vulnerable Group Feeding
Ledership শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ৯৯%
উত্তর: 'Lead' শব্দ থেকে।
গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কী?
উত্তর: পারিবারিক বা সামাজিক বন্ধন।
বিকেন্দ্রীকরণ কি? ৯৯%
উত্তর : কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসঙ্গতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বণ্টনই বিকেন্দ্রীকরণ।
ই-শাসন কী? ৯৯% অথবা, ই-শাসন (E-Governance) কী?
উত্তর: শাসন কাজে ইলেকট্রনিক্স প্রযুক্তির ব্যবহারকে ই- শাসন বলে।
Cultural Change' কার লেখা গ্রন্থ? ৯৯%
উত্তর: টয়েনবি চ্যাপিন-এর।
ECNEC-এর পূর্ণরূপ কী?
উত্তর: ECNEC-এর পূর্ণরূপ হলো- Executive Committee of the National Economic Council.
BRDB এর পূর্ণরূপ কীর
উত্তর: BRDB এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Development Board
কেয়ার (CARE) পূর্ণরূপ কী?
উত্তর: কেয়ার (CARE)-এর পূর্ণরূপ হলো- Co- operative for Assistance and Relief Everywhere.
VAID-এর পূর্ণরূপ কী?
উত্তর: VAID -এর পূর্ণরূপ হলো- Village Agricultural and Industrial Development.
বাংলাদেশে পল্লী উন্নয়নে জড়িত দু'টি NGO এর নাম লিখ। অথবা, বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত ৪টি এনজিওর নাম লিখ। অথবা, বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত দু'টি এনজিওর নাম উল্লেখ কর।
উত্তর: ব্র্যাক, আশা, কেয়ার ও নিজেরা করি
বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ৯৯% অথবা, বাংলাদেশ স্থানীয় পর্যায়ে ক্ষুদ্রতম স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো কোনটি?
উত্তর: ইউনিয়ন পরিষদ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
. স্থানীয় সরকার কাকে বলে? স্থানীয় শাসন কী? ৯৯%
মৌলিক গণতন্ত্র কী? ৯৯% অথবা, মৌলিক গণতন্ত্র ব্যাখ্যা কর।
মাঠ প্রশাসন বলতে কী বুঝ? ৯৯% ( অথবা, মাঠ প্রশাসন কি?
ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী বর্ণনা কর। ৯৯% অথবা, ইউনিয়ন পরিষদের গঠন বর্ণনা কর। অথবা, ইউনিয়ন পরিষদের গঠন সম্পর্কে সংক্ষেপে আলো
পোষক ও পোষ্য সম্পর্ক কী? ১৯৪৪ অথবা, পোষ্য ও পোষক বলতে কি বুঝ? অথবা, 'Patron-client' সম্পর্ক কী?
গ্রামীণ নেতৃত্ব কীভাবে গড়ে ওঠে? ১৯৯% ডি
রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে? ৯৯%অথবা, রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে?
আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে? ৯৯%
রাজনৈতিক অংশগ্রহণ কী? অথবা, রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝ?
ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও। ৯৯ অথবা, ক্ষুদ্র ঋণ বলতে কী বোঝায়?
সবুজ বিপ্লব কী? অথবা, সবুজ বিপ্লব বলতে কী বুঝ?
Short suggestion IMO / Whatsapp contact 01644381088
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিকাশ আলোচনা কর। ৯৯%
অথবা, বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর ঐতিহাসিক ক্রমবিবর্তন বর্ণনা কর।
বাংলাদেশের স্থানীয় সরকারের গতিশীল করার কয়েকটি উপায় লিখ। ৯৯%
অথবা, স্থানীয় সরকারের সফল করার লক্ষ্যে বাংলাদেশ কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ আলোচনা কর।
অথবা, স্থানীয় সরকার কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।
স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা কর।
বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত কর।
অথবা, স্থানীয় সরকারের প্রতিবন্ধকতা ও তা দূরীকরণের উপায় আলোচনা কর।
অথবা, স্থানীয় সরকারের সমস্যাবলিসমূহ আলোচনা কর।
বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর। ৯৯%
বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা কর। ৯৯%
অথবা, বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসগুলো আলোচনা কর।
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব আলোচনা কর।
স্থানীয় পর্যায়ের আর্থসামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা কর।
উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ৯৯%
অথবা, উপজেলা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর।
একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, পরিকল্পনা কাকে বলে? পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, পরিকল্পনা কী? একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ আলোচনা কর। ১৯৯
অথবা, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ তুলে ধর। অথবা, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতাগুলো আলোচনা কর।
বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো উদাহরণসহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো আলোচনা কর।
বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ কর।
অথবা, গ্রামীণ সমাজ কাঠামো কী? বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ কর।
বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণগুলো বর্ণনা কর।
সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবনপ্রণালির ধরনের পরিবর্তন”- উক্তিটি আলোচনা কর।
অথবা, "সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবনপ্রণালীর ধরণের পরিবর্তন"-উক্তিটি বিশ্লেষণ কর।
বাংলাদেশে পল্লী উন্নয়ন 'বোর্ড' এর ভূমিকা মূল্যায়ন কর।
Short suggestion IMO / Whatsapp contact 01644381088
PDF FILE DOWNLOOD