ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইতিহাস চতুর্থ পত্র সাজেশন ২০২৪

 ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইতিহাস চতুর্থ পত্র সাজেশন ২০২৪


ক-বিভাগ(যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)



অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:

১. অর্থ কী? (What is money)? (৯৯%)

উত্তর: যে বস্তু বিনিময়ের মাধ্যমে ও সকল প্রকার লেনদেনের জন্য সকালের নিকট গ্রহণযোগ্য তাকে অর্থ বলে।

২. অর্থের প্রচলন গতি কাকে বলে? (৯৯%)উত্তর: সাধারণত একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ যতবার জনগণের হাত বদল করে তাকেই বলা হয় অর্থের প্রচলন গতি।

৩. অর্থের ফটকা চাহিদা কী?উত্তর: ফটকা কারবারের উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ মানুষ হাতে রাখতে চায় তাকে অর্থের ফটকা কারবারজনিত চাহিদা বলে।

৪. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? (৯৯%) উত্তর: সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যদি দামস্তর বৃদ্ধি পায় তবে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে।

৫. ব্যাংক হার কী? (৯৯%) উত্তর: যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে।

৬. আর্থিক নীতি কাকে বলে?

উত্তর: সামাষ্টিক অর্থনীতির বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে অর্থের যোগান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেসব নীতিমালা

গ্রহণ করে তাদের সামষ্টিক আর্থিক নীতি বলে। ৭. সরকারি ব্যয় বলতে কী বুঝ? (৯৯%)উত্তর: দেশের সার্বিক কল্যাণার্থে সরকার রাজকোষ থেকে যে অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে।

৮. ডাম্পিং কী? (১৯%) উত্তর: কোনো দ্রব্য বা পণ্য দেশীয় বাজারে বেশি দামে ও আন্তর্জাতিক বাজারে কম দামে বিক্রি করাকে ডাম্পিং বলে। ৯. নিকৃষ্ট মুদ্রা কি? (৯৯%)

উত্তর:-গুণগত বা ধতুগত মূল্যের দিক থেকে যার মূল্য অপরের তুলনায় কম তাকে বলা হয় নিকৃষ্ট মুদ্রা। ১০. অর্থের চাহিদা কত প্রকার ও কি কি?উত্তর:-তিন প্রকার। লেনদেন চাহিদা, সর্তকতামূলক চাহিদা ও অর্থের চাহিদা

১১. একক ব্যাংক কী? (৯৯%)উত্তর: যে ব্যাংক শুধু একটি অফিসের মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং কার্যক্রমপরিচালনা করে তাকে একক ব্যাংক বলে।

 ১২. লেনদেন ভারসাম্য কাকে বলে?

উত্তর: কোনো দেশের আমাদানি ও রপ্তানির প্রত্যক্ষ ও পরোক্ষ লেনদেনজনিত মোট দেনা ও পাওনার হিসাবকে সেদেশের লেনদেন ভারসাম্য বলে। 

১৩. বাজেট কি? (৯৯%). উত্তর: এক অর্থ বছরের সরকারি আয় ও ব্যয়ের হিসাবকেবাজেট বলে।

১৪. বিহিত মুদ্রা কি? (৯৯%) উত্তর:- যে অর্থ সরকারের আইন দ্বারা 'স্বীকৃত এবং লেনদেন করা হয় তাকে মূলধন বাজার বলে।

১১৫. অর্থের লেনদেন চাহিদা কাকে বলে? উত্তর:- মানুষ দৈনন্দিন প্রয়োজনে যে অর্থের প্রয়োজনঅনুভাব করে তাকে অর্থের লেনদেন চাহিদা বলে। 

১৬. মূলধন বাজার কি?

উত্তর:-যে বাজারে দীর্ঘকালীন ঋণপত্রের লেনদেন করা হয় তাকে মূলধন বাজার বলে।

১৭. অর্থের আধুনিক পরিমাণ তত্ত্বের জনক কে? (৯৯%)উত্তর:- মিল্টন ফ্রিডম্যান।

১৮. ব্যাংক কাকে বলে?উত্তর:- যে প্রতিষ্ঠানে সাধারণ জনগণের নিকট থেকে অর্থ গ্রহণ করে এবং গচ্ছিত অর্থ ঋণ হিসেবে প্রদান করে তাকে ব্যাংক বলে।।

১৯. বিশেষায়িত ব্যাংক কাকে বলে? (৯৯%) উত্তর:- যে সব আর্থিক প্রতিষ্ঠান অর্থনীতির বিশেষ কোন খাতে ঋণ দানের উদ্দেশ্য স্থাপিত হয় তাকে বিশেষায়িত ব্যাংক বলে।

২০. কৃষি ব্যাংক কি ধরনের ব্যাংক? (৯৯%) উত্তর:- বিশেষায়িত ব্যাংক।

২১. কোন ব্যাংক নিকাশঘর হিসাবে কাজ করে? উত্তর:- কেন্দ্রীয় ব্যাংক।

২২. তারল্য কি? (৯৯%)উত্তর:- আমানতকারী চাহিদা অনুসারে নগদ টাকা প্রদান করার ক্ষমতাকে ব্যাংকের তারল্য বলে।

২৩. চাহিদা আমানত কি?উত্তর:- যে আমানত আমানতকারি ইচ্ছামত যে কোনো সময় আমানত উঠাতে পারে তাকে চাহিদা আমনাত বলে।।

২৪. চেক কাকে বলে? (৯৯%)

উত্তর:- যে নির্দেশনামার সাহায্যে আমানতকারি তার হিসাব থেকে যে কোনো পরিমাণ অর্থ তোলতে পারে তাকে চেক বলে।

২৫. ঋণ নিয়ন্ত্রণ কাকে বলে?

উত্তর:-বাণিজ্যিক ব্যাংকের ঋণদান কর্মসূচি একটি নিদিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য যে পদক্ষেপ কেন্দ্রীয়। ব্যাংক নেয় তাকেই ঋণ নিয়ন্ত্রণ বলে।

২৬. ব্যাংক হার নীতি কি? (৯৯%)

উত্তর-যে নিয়ম বা নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ দান করে তাকে ব্যাংক হার নীতি বলে।।

২৭. তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর:- ডেভিড রিকার্ডো।

২৮. কার্জে হাসনা কি? (৯৯%)

উত্তর:-ইসলামী ব্যাংক অগ্রাধিকার ভিত্তিতে অভাবগ্রস্ত লোকদেরকে বিশ্বাসের ভিত্তিতে ঋণ মঞ্জুর করে তাকেইকার্জে হাসনা বলে।

২৯. বাণিজ্য শর্ত কী?উত্তর:- যে নীতিমালর দ্বারা বাণিজ্যের পরিমাণ নির্ধারিত হয় তাকে বাণিজ্য শর্ত বলে।।

৩০. কোটা কি?উত্তর:- একটি নির্দিষ্ট সময়ে আমদানি ও রপ্তানি পণ্য দেশের মধ্যে কি পরিমাণ ঢুকবে তার সীমারেখা টেনে দেয়াকেই বলা হয় কোটা।

৩১. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? (৯৯%)

উত্তর:- যে বাণিজ্য দেশের সীমারেখা অতিক্রম না করে দেশের বিভিন্ন অংশের মধ্যে পরিচালিত হয় তাকেঅভ্যন্তরীণ বাণিজ্য বলে। 

৩২. বাণিজ্য হার কি? (৯৯%)উত্তর:-যে হারে বাণিজ্য সংগঠিত হয় তাকে বাণিজ্য হার বলে।

৩৩. সংরক্ষণ কাকে বলে? (৯৯%) উত্তর:-কোন দেশ তার শিশু শিল্প রক্ষার জন্য অন্যদেশের সাথেবাণিজ্যের ক্ষেত্রে যে বাধা আরোপ করে তাকেসংরক্ষণ বলে।

৩৪. ভারসাম্য বাজেট কি।উত্তর:- অনিয়মিত আয়ের সাথে নিয়মিত ব্যয়ের ভারসাম্য রক্ষা করে যে বাজেট হয় তাকে ভারসাম্য বাজেট বলে।। 

৩৫. পূর্ণরূপ লিখ: UNCTAD, SAPTA,ওপেক, ভ্যাট। (৯৯%)

৩৬, সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞা দাও। (৯৯%)উত্তর:- অর্থনীতির যে শাখায় সরকারের আয় ব্যয় ও ঋণ স্পর্কে বিষদভাবে আলোচনা করা হয় তাকে সরকারি

অর্থব্যবস্থা বলে।

৩৭. প্রত্যক্ষ কর কাকে বলে?উত্তর:- যে করের আপাত ও চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।

৩৮. শুল্ক কী? উত্তর:- রপ্তানি দ্রব্যের উপর আরোপিত করকে বলা হয় শুল্ক কর।

৩৯. ফি কাকে বলে?উত্তর:- সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে তার নিকট থেকে যে অর্থ নিয়ে থাকে তাকে ফিবলে । 

৪০. কর সঞ্চালন কি? (৯৯%)উত্তর:- সরকার কৃর আরোপের পর ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কার অন্যের উপর অনেক সময় অপসারণ করতে পারে। মূলত করের এই চলমান প্রক্রিয়াকে কর সঞ্চালন বলে।

৪১. ঘাটতি অর্থসংস্থান কি?।উত্তর:- ঘাটতি বাজেট পূরণের জন্য সরকার যে উৎস থেকে অর্থ সংগ্রহ করে তাকে ঘাটতি অর্থসংস্থান বলে। 

৪২. সুষম বাজেট কি?

উত্তর:- যে বাজেটে আয় ও ব্যয় সমান সেই বাজেটকে সুহম বাজেট বলে।

৪৩. ঘাটটি বাজেট কি?উত্তর:- যে বাজেটে আয়ের থেকে ব্যয় বেশি হয় সেই বাজেটকে ঘাটতি বাজেট বলে।

৪৪. রাজস্ব ব্যয় কাকে বলে? (৯৯%)উত্তর:- সরকার পরিচালনা সহ নানাবিধ সরকারি কাজের ব্যয়কে রাজস্ব ব্যয় বলে।

৪৫. রাজস্ব বাজেট কি? (১৯%)উত্তর:- সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের ভিত্তিতে যেড বাজেট তৈরি করা হয় তাকে রাজস্ব বাজেট বলে।



খ-বিভাগ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)


১. দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা তুলে ধর। [উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে। (৯৯%)

২. গ্রেসামের মুদ্রা বিধি ব্যাখ্যা কর (উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে। (৯৯%)

৩. তারল্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা কর । (উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে

৪. বাণিজ্যিক ব্যাংকের কাজ লেখ (উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে) (৯৯%)

৫. সরকারি ও বেসরকারি অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য কী? (উত্তর।- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে। 

৬. করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য দেখাও (উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে। (৯৯%)

৭. বাজট গুণক কী? উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে) (৯৯%)

৮. শুল্ক ও কোটার মধ্যে পার্থক্য লেখ। উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে।

৯. অর্থের কার্যাবলি সম্পর্কে লিখ। [উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নো

১০. অর্থের যোগান ধারণাটি ব্যাখ্যা কর ইউত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নো (৯৯%)

১১. খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কী বুঝ? উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে) (৯৯%)

১২. অর্থের লেনদেন জনিত চাহিদা বলতে কী বুঝ? উত্তর:- দেখুন বিগত ২০১৭, সালের প্রশ্নে।

১৩. চাহিদা আকর্ষিত মুদ্রাস্ফীতি ও ব্যয় তাড়িত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য লিখ। (উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে। (৯৯%)

১৪. মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের ধারণা ব্যাখ্যা কর (উত্তর:- দেখুন, বিগত ২০১৭ সালের প্রশ্নো

১৫. মুক্ত বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ, উিত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নো (৯৯%)

১৬ . সরকারি অর্থব্যবস্থা পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর (উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে।

১৭. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য কি? (উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে। ১৮. কেন্দ্রীয় ব্যাংকের চারটি মৌলিক কাজ আলোচনা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে।

১৯. কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থাল বলা হয় কেন? উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নো (৯৯%)

২০. প্রচলিত ব্যাংকের সাথে ইসলামি ব্যাংকের পার্থক্য কি? উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে) (৯৯%).

২১. বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য নির্দেশ কর (উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে।

২২. প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য নির্দেশ কর। (উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে।

২৩. সরকার ঋণ গ্রহণ করে কেন? উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে) (৯৯%)

২৪. বৈদেশিক ঋণ সর্বদা খারাপ নয় উক্তিটি ব্যাখ্যা কর।

২৫. সরকারি আয়ের ও সরকারি ব্যয়ের খাতসমূহ আলোচনা

২৬. সুষম বাজেট ও অসম বাজেটের মধ্যে পার্থক্য দেখাও।


গ-বিভাগ(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)


. সমালোচনাসহ ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব ব্যাখ্যা কর (উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে। (৯৯%)

এডাম স্মিথ- এর চরম সুবিধা তত্ত্ব সমোলোচনাসহ ব্যাখ্যা কর (উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে।

সরকারি ঋণ বলতে কি বুঝ? উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে) (৯৯%)

সরকার ঋণ গ্রহণ করে কেন? উিত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে। (৯৯%)

ঘাটতি বাজেট কী? ঘাটতি বাজেটের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও । (উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে।

বিনিময় হার বলতে কি বুঝ? (উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে) (৯৯৪)

অবাধ বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য কী? (উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে।

মুদ্রার অবমূল্যায়নের কারণগুলো লেখ উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নো (৯৯%)

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির কার্যকারিতা আলোচনা কর। (উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে।

 আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা ও অসুবিধাগুলো ব্যাখ্যা কর (উত্তর:- দেখুন বিগত ২০২০ সালের প্রশ্নে। (৯৯%)

বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা কর। উিত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে) (৯৯%)

বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি বর্ণণা কর। উিত্তর।- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে) (৯৯%)

কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন? উত্তর:- দেখুন বিগত ২০১৭ সালের প্রশ্নে। (৯৯%)

. বাণিজ্য হার কি? বাংলাদেশের বাণিজ্য হারের প্রতিকূলতার কারণগুলো আলোচনা কর উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে।

. সংরক্ষণ কি? সংরক্ষণের পক্ষে-বিপক্ষে যুক্তি দেখাও উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নো 

লেনদেন উদ্বৃত্ত ডশ? লেনদেন উদ্বৃত্তের প্রতিকূলতার কারণ বর্ণনা কর উত্তর।- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে।

. ঘাটতি অর্থসংস্থান কি? গাটতি অর্থসংস্থানের উপায়গুলো বর্ণনা কর। উিত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নো

কর প্রদানের সামর্থনীতি ব্যাখ্যা কর। (উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নো (৯৯%)

 করের কানুনসমূহ কি? করের কানুনসমূহের একটি বিবরণ দাও। উত্তর:- দেখুন বিগত ২০১৭ সালের প্রশ্নো

. ইসলামী ব্যাংক কি? ইসলামী ব্যাংকের বিনিয়োগের ধরণসমূহ ব্যাখ্যা কর (উত্তর:- দেখুন বিগত ২০১৭ সালের প্রশ্নে। (৯৯%)

উৎপাদন বন্টন, ভোগ ও কর্মসংস্থানের উপর সরকারি ব্যয়ের প্রভাব ব্যাখ্যা কর (উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে। (৯৯%)

বৈদেশিক ঋণ সর্বদাই খারাপ নয়-উক্তিটির যথার্থতা যাচাই কর।

 কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে

র পদ্ধতিসমূহ সংক্ষেপে আলোচনা কর এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিআলোচনা কর।

 . কর ও ফি এর মধ্যে পার্থক্য লিখ। (৯৯%)


Post a Comment (0)
Previous Post Next Post