Subject Code: 312701
Subject Name: Nuclear Physics
নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন্স]
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
ফার্মি শক্তি কী? ৯৯%
উত্তর: পরমশূন্য তাপমাত্রার কঠিন ধাতব পদার্থে ইলেকট্রন যে সর্বোচ্চ শক্তিস্তরে অবস্থান করে তাকে ফার্মিশক্তি বলে। PEইহাকে Ep দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ, EF = 2m
ফার্মি ভরবেগের সংজ্ঞা দাও। ৯৯%
উত্তর: ফার্মি ভেক্টরের সাথে সম্পর্কযুক্ত ভরবেগকে ফার্মি ভরবেগ বলে।
লেভেল উইডথ্ কী?৯৯%
উত্তর: নিউক্লিয় শক্তিস্তরের অনিশ্চয়তার ফলে শক্তিস্তরের যে প্রস্থ দেখা যায় তাকে লেভেল উইডথ্ বলে।
একক কণিকা বিভব কাকে বলে? ৯৯%
উত্তর: শেল মডেলের প্রতিটি নিউক্লিয়নকে একক স্বাধীন কণা হিসাবে বিবেচনা করা হয়। তাই একে একক কণিকা বিভব বলে।
জোড়-বিজোড় নিউক্লিয়াসের স্পিন অশূন্য কেন? ৯৯%
উত্তর: পাউলীর বর্জন নীতি অনুসারে সকল জোড়-জোড় নিউক্লিয়াসের স্পিন শূন্য অর্থাৎ, দুটি প্রোটনের সমান্তরাল স্পিন ও দুটি নিউট্রনের বিপরীত সমান্তরাল স্পিনের। এর মা শূন্য হয়। দুইটি নিউট্রন ও একটি প্রোটনের জন্য J = যা শূন্য নয়। অর্থাৎ, জোড়-বিজোড় নিউক্লিয়াসের স্পিন অশূন্য।
নিউক্লিয়ার ম্যাজিক সংখ্যা কাকে বলে? ৯৯%
উত্তর : জোড়া সংখ্যক নিউট্রন ও প্রোটনবিশিষ্ট নিউক্লিয়াস অধিকতর স্থায়ী। কিন্তু এদের মধ্যে 2, 8, 20, 28, 50, 82 ও 126 সংখ্যক নিউট্রন ও প্রোটনবিশিষ্ট নিউক্লিয়াসগুলো ব্যতিক্রমধর্মী স্থায়ী। এই সংখ্যাগুলোকে ম্যাজিক সংখ্যা বলা হয়।
দ্বি ম্যাজিক নিউক্লিয়াস কাকে বলে? ৯৯%
উত্তর: যে সকল নিউক্লিয়াসের নিউট্রন ও প্রোটন উভয়ই ম্যাজিক সংখ্যা তাদের দ্বিগুণ ম্যাজিক সংখ্যা বলে। 40 যেমন- 808, 20 Ca20 ইত্যাদি।
আইসোমার কাকে বলে? ৯৯%
উত্তর: এক মাইক্রো সেকেন্ড থেকে শুরু করে অনেক বছর পর্যন্ত অর্ধায়ু সম্পন্ন উত্তেজিত অবস্থাবিশিষ্ট অনেক নিউক্লিয়াস পাওয়া যায়, এ নিউক্লিয়াসসমূহকে আইসোমার বলা হয়।
নিউক্লিয়াসের কম্পন মডেল কী? ৯৯%
উত্তর: নিউক্লিয়াসে সৃষ্ট কম্পনই নিউক্লিয়াসের কম্পন মডেল নামে পরিচিত।
পজিট্রোনিয়াম কী? ৯৯%
উত্তর: পজিট্রোনিয়াম হলো একটি ইলেক্ট্রন এবং এর অ্যান্টি- পার্টিকেল, একটি পজিট্রন সমন্বিত একটি সিস্টেম যা একটি বহিরাগত পরমাণুর সাথে বিশেষভাবে আবৃত হয়, একটি বিশেষত পেয়াজ নিয়ে গঠিত। সিস্টেমটি অস্থিতিশীল।
গামা (1) কম্পন কী? ৯৯%
উত্তর: y হলো 7/3 এর অখণ্ড গুণিতক এবং এর জন্য নিউক্লিয়াসের প্রতিসম অক্ষ বিদ্যমান থাকে। সময়ের সাথে । এর পর্যায়বৃত্ত পরিবর্তনকে (y) কম্পন বলা হয়।
আংশিক তরঙ্গ পদ্ধতি কি? ৯৯%
উত্তর : একটি বর্তুলাকার প্রতিসম বিভবের জন্য যখন বিক্ষেপণ বিস্তারকে।-তম দশা পার্থক্যের সমষ্টিকরণ হিসেবে প্রকাশ করা হয় তখন তাকে আংশিক তরঙ্গ পদ্ধতি বলে।
যৌগিক নিউক্লিয়াস কাকে বলে? ৯৯%
উত্তর: যে নিউক্লিয় বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে মধ্যবর্তী একটি তৃতীয় অবস্থা বিদ্যমান সে নিউক্লিয় বিক্রিয়াকে যৌগিক নিউক্লিয় বিক্রিয়া বলে। যেমন: 92U235 + on → [92U2367" 36 Kr² + so Ba141 +3 on' + 'Y এখানে [92U236] যৌগিক নিউক্লিয়াস।
নিউক্রিয় অনুনাদ বিক্রিয়া কাকে বলে?৯৯%
উত্তর: চার্জিত বা অচার্জিত উভয় প্রকার কণা দ্বারা কোনো নিউক্লিয়াসকে আঘাত করলে আপতিত কণার একটি বিশেষ শক্তির জন্য বিক্রিয়া প্রস্থচ্ছেদের দ্রুতি বৃদ্ধি ঘটে। এই সংঘটনকে নিউক্লিয় অনুনাদ বিক্রিয়া বলে।
নিউক্লিয় বিক্রিয়া প্রস্থচ্ছেদের সংজ্ঞা দাও। ৯৯%
উত্তর: কোনো নিউক্লিয়াসকে এর যে আয়তনের মধ্যে প্রক্ষিপ্ত কণা আপতিত হলে নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়
আলোক মডেল কী? ৯৯%
উত্তর: এটি একটি গাণিতিক মডেল। এটি শক্তিশালী মিথক্রিয়া সম্পন্ন যৌগিক নিউক্লিয়াস মডেল। এটি একটি জটিল বিভব বিবেচিত হয়। অর্থাৎ, জটিল বিভবের উপর ভিত্তি করে গঠিত মডেলকে আলোক মডেল বলে।
1 eV ব্যাখ্যা কর। ৯৯%
উত্তর: 1 eV = 1.6 x 10-19 Joule.
পিক আপ বিক্রিয়া কী? ৯৯%
উত্তর: যে সকল প্রত্যক্ষ বিক্রিয়ায় বিচ্ছেদন বিক্রিয়ার উল্টো ঘটনা ঘটে অর্থাৎ আপতিত প্রোটন ও নিউট্রন কোনো যৌগিক নিউক্লিয়াস গঠন না করে লক্ষ্য নিউক্লিয়াস থেকে একটি নিউট্রন বা প্রোটনকে তুলে নিয়ে (p, d) বা (n, d) বিক্রিয়া ঘটায় তাকে পিক আপ বিক্রিয়া বলে।
বিচ্ছেদন বা স্ট্রিপিং বিক্রিয়া কী? ৯৯%
উত্তর: আমরা জানি যে, ডিউটেরন হচ্ছে একটি হালকা বদ্ধ অবস্থা। এর বন্ধন শক্তি মাত্রা - 2.226 MeV। ফলে একে অতি সহজেই নিউট্রন-প্রোটন জোড়ায় বিচ্ছিন্ন করা যায়। তাই যখন ডিউটেরন কোনো লক্ষ্য নিউক্লিয়াসের দিকে অগ্রসর হয় তখন এটি কোনো কোনো ক্ষেত্রে ভেঙে যায় এবং এর অন্তর্গত একটি নিউক্লিয়ন লক্ষ্য নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে একটি নতুন নিউক্লিয়াসের সৃষ্টি করে। অপর নিউক্লিয়নটি বিক্ষেপিত হয়ে চলে যায়। এভাবে (d, p) এবং (d, n) বিক্রিয়া ঘটে। বাটলার এই বিক্রিয়াকে বিচ্ছেদন বা স্ট্রিপিং বিক্রিয়া বলে অভিহিত করেন।
ভারী আয়ন বিক্রিয়া কী? ৯৯%
উত্তর: আলফা কণা অপেক্ষা অধিক ভরসংখ্যা বিশিষ্ট পারমানবিক আয়নকে ভারী আয়ন বলে। আর এই ভারী আয়ন দ্বারা সংঘটিত মিথস্ক্রিয়াকে ভারী আয়ন বিক্রিয়া বলে।
গামা ক্ষয়ের অন্তঃস্থ পরিবর্তন কী?৯৯%
উত্তর: বিটা ক্ষয় হবার পরপরই নবজাত নিউক্লিয়াস উত্তেজিত শক্তি স্তরে থাকে এবং নবজাত নিউক্লিয়াসটি Y ক্ষয় করে সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থান করে। কোনো কোনো সময় নিউক্লিয়াসটি গামা ক্ষয় না করে তার উত্তেজিত সরাসরি কক্ষীয় ইলেকট্রনকে প্রদান করতে পারে এবং সেই সেই ইলেকট্রন পরমাণু থেকে বেরিয়ে আসে। এই ঘটনাকে অভ্যন্তরীণ পরিবর্তন বলে।
হ্যাড্রন কী? ৯৯%
উত্তর: যে সকল মৌলিক কণা শক্তিশালী, বিদ্যুৎ চুম্বকীয় এবং দুর্বল এই তিন প্রকার প্রক্রিয়াতেই অংশ গ্রহণ করতে পারে তাদেরকে সাধারণভাবে হ্যাড্রন বলে।
নভোরশ্মি কী? ৯৯%
উত্তর: গামা রশ্মির চেয়ে অধিকতর শক্তি সম্পন্ন বিকিরণ যা বহির্বিশ্ব থেকে অবিচ্ছিন্নভাবে পৃথিবীতে গমন করে তাকে নভোরশ্মি বা মহাজাগতিক রশ্মি বলে। নভোরশ্মি শুধুমাত্র উচ্চ শক্তিসম্পন্ন ফোটনই নয় ইহারা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন, পজিট্রন, মেসন ইত্যাদিও হতে পারে।
কোয়ার্ক কী? ৯৯%
উত্তর : কোয়ার্ক হলো অতিপারমাণবিক কণা যা দ্বারা প্রোটন ও নিউট্রনসমূহ গঠিত। কোয়ার্ক হলো ফার্মিয়ন কণা।
গুয়ন কি? ৯৯%
উত্তর: গ্লু শব্দ থেকে গুয়ন শব্দটির উৎপত্তি। যার আভিধানিক অর্থ হলো আঠালো পদার্থের ভূমিকা পালন করা।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):।
ফার্মি গ্যাস মডেলের স্বীকার্যসমূহ লিখ। ৯৯%
নিউক্লিয় মডেলের প্রয়োজনীয়তা বর্ণনা কর।৯৯%
নিউক্লিয় শেল মডেলের অনুমিতিগুলো লিখ।৯৯%
নিউক্লিয় শেল মডেল বিভবে স্পিন-কক্ষ বিভবের প্রয়োজনীয়তা বর্ণনা কর। ৯৯%
আইসোমারের দ্বীপপুঞ্জ" ব্যাখ্যা কর। ৯৯%
1'O-নিউক্লিয়াসের স্পিন ও সমতা বের কর। ৯৯%
নিউক্লিয় সমষ্টিগত মডেলের স্বীকার্যগুলো লিখ।৯৯%
ঘূর্ণন নিউক্লিয়াসের হ্যামিলটনীয় অপেক্ষকের রাশিমালা বের কর। ৯৯%
নিউক্লিয়ার বিক্রিয়া বলতে কী বুঝ? উদাহরণ দাও।৯৯%
নিউক্লিয়বিক্রিয়ার সংরক্ষণশীলতা নীতি আলোচনাকর।৯৯%
নিউক্লিয় প্রস্থচ্ছেদের জ্যামিতিক তাৎপর্য লিখ।৯৯%
বিভব বিক্ষেপণ ও অনুনাদ বিক্ষেপণ বলতে কী বুঝ?৯৯%
সাধারণভাবে আলোকীয় মডেলের বিভব কূপের সমীকরণ লিখ এবং এর সাথে সংশ্লিষ্ট পদের অর্থ ব্যাখ্যা কর। ৯৯%
নিউক্লিয় অপটিক্যাল মডেলে জটিল বিভবের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা কর।৯৯%
প্রত্যক্ষ নিউক্লিয়ার বিক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%
প্রত্যক্ষ বিক্রিয়া কাকে বলে? বিভিন্ন প্রকার প্রত্যক্ষ বিক্রিয়া ব্যাখ্যা কর।৯৯%
ভারী আয়ন দ্বারা সংঘটিত বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো লিখ।৯৯%
অথবা, ভারী নিউক্লিয়াস মিথস্ক্রিয়ার বৈশিষ্ট্য উল্লেখ কর।
নর্ডাইমের বিধি' বর্ণনা কর।৯৯%
গামা রশ্মির শক্তির বিস্তার 10 eV হলে অনিশ্চয়তা নীতি অনুসারে পরিবৃত্তির গড় আয়ুষ্কাল নির্ণয় করো। ৯৯%
মেসন ও বেরিয়নের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
মৌলিক কণা কি? মৌলিক কণার শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%
কোয়ার্ক এর বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
মুক্ত প্রোটন ক্ষয় হতে পারে না, অথচ নিউক্লিয়াসের ভিতরে থাকলে এটি ক্ষয় হতে পারে। কেন তা ব্যাখ্যা কর। ৯৯%
কণা ও প্রতিকণার মধ্যে পার্থক্য লিখ।৯৯%
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):
ফার্মি গ্যাস মডেল ব্যবহার করে নিউক্লিয়াসের মোট উত্তেজনা শক্তির রাশিমালা নির্ণয় কর।৯৯%
ফার্মি গ্যাস মডেলের 'গ্যাস' শব্দ ব্যবহারের কারণ ব্যাখ্যা কর।৯৯%
নিউক্লিয়াসের চৌম্বক দ্বিমেরু ভ্রামক ব্যাখ্যা কর। ৯৯%
ফার্মি গ্যাস মডেল ব্যবহার করে ভূমি অবস্থায় কোনো নিউক্লিয়াসের নিউক্লিয়নসমূে ফার্মে ভরবেগ ফার্মে শক্তির রাশিমালা নির্ণয় কর। ৯৯%
PN নিউক্লিয়াসের জন্য চৌম্বক দ্বিমেরু ভ্রামকের স্মিড মান নির্ণয় কর।৯৯%
স্মিড রেখা কাকে বলে? ৯৯%
হালকা নিউক্লিয়াসের আইসোটোপিক স্পিন বলতে কী বুঝ? দুটি নিউট্রন ও একটি প্রোটন বিশিষ্ট ব্যবস্থার আইসোটোপিক হিসাব কর।৯৯%
বিক্রিয়া ছাড়া বিক্ষেপণ সম্ভব কিন্তু বিক্ষেপণ ছাড়া বিক্রিয়া সম্ভব নয় -ব্যাখ্যা কর। ৯৯%
একটি নিউক্লিয়াসের কালেকটিভ কম্পন বলতে কী বুঝ? দেখাও যে, কালেকটিভ কম্পনের ক্ষুদ্রতম অবস্থা হলো কম্পন। ৯৯%
নিউক্লিয় সমষ্টিগত মডেলের উপর ভিত্তি করে জোড়-জোড় নিউক্লিয়াসের জন্য ঘূর্ণন তরঙ্গ ফাংশন ও শক্তি বর্ণালীর রাশিমাল প্রতিপাদন করো। ৯৯
কন্টিনিউয়াম তত্ত্বের উপর ভিত্তি করে সূত্র প্রতিষ্ঠা কর। ৯৯%।
1-৪ এর জন্য ব্রাইট-উইগনার বিচ্ছুরণ সূত্র প্রতিপাদন কর। ৯৯%
অথবা, অনুনাদ বিক্রিয়া কী?/-০ এর জন্য ব্রাইট-উইগনার বিচ্ছুরণ ফর্মুলা বের কর।
অপটিক্যাল মডেলের স্বীকার্যসমূহ লিখ। ৯৯%
নিম্ন বিভব শক্তিতে অপটিক্যাল মডেল ব্যবহার করে গড় প্রস্থচ্ছেদের রাশিমালা প্রতিষ্ঠা কর। ৯৯%.
অথবা, নিম্ন শক্তিতে অপটিক্যাল মডেল বিভব ব্যবহার করে গড় প্রস্থচ্ছেদের রাশিমালা বের কর।
স্ট্রিপিং ও পিক-আপ বিক্রিয়ার সরল তরঙ্গ তত্ত্ব বর্ণনা কর।৯৯%
প্রত্যক্ষ বিক্রিয়ার প্রস্থচ্ছেদের রাশিমালা প্রতিষ্ঠা কর।৯৯%
নিউক্লিয় পদার্থবিজ্ঞানের পায়নের গুরুত্ব আলোচনা কর।৯৯%
গামা বিকিরণে সময় নির্ভর বিচলন তত্ত্ব বর্ণনা কর। ৯৯%
1 রশ্মির শক্তি পরিমাপের জন্য যুগল বর্ণালী বিক্ষণ পদ্ধতি বর্ণনা কর। ৯৯%
গামা বিকিরণে শোষণ ও নিঃসরণের পরিবৃত্তির সম্ভাব্যতার হার নির্ণয় কর।৯৯%
মৌলিক কণার পরিক্রিয়াসমূহ বর্ণনা কর। ৯৯%
লেপ্টন এবং মেসন কণার পার্থক্য লেখ। ৯৯%
বোসন ও ফার্মিয়ন ব্যাখ্যাকর। ৯৯%
অথবা, টীকা লিখ: বোসন ও ফার্মিয়ন;
গেজ প্রতিসাম্য বলতে কী বুঝ? ৯৯%
কোয়ার্কের দশা সম্পর্কে আলোচনা কর। ৯৯%