মাস্টার্স ফাইনাল ৩১২০০১ সাজেশন সমসাময়িক সমাজতাত্ত্বিক তত্ত্ব [ সর্বশেষ চূড়ান্ত সাজেশন ] Nu Masters Final Suggestion 2024

  এমএসএস (মাস্টার্স ফাইনাল); পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য-২০২৩/২৪)|

 Subject Code : 312001

Subject Name: Contemporary Sociological Theory সমসাময়িক সমাজতাত্ত্বিক তত্ত্ব

[ সর্বশেষ চূড়ান্ত সাজেশম ]

সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য


ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :


  • তত্ত্ব কী? ৯৯%

উত্তর : তত্ত্ব হলো প্রস্তাবনার সমষ্টি।

  • সমাজতাত্ত্বিক তত্ত্ব কি? ৯৯% 

উত্তর : সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ক তাত্ত্বিকগণে সুচিন্তিত ও পরীক্ষিত মতবাদই সমাজতাত্ত্বিক মতবাদ ।

  • Masters of Sociological Thought' গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%

 উত্তর : 'Masters of Sociological Thought' গ্রন্থটির রচয়িতা হলো- Lewis Coser.

  • Ideology and the Development" গ্রন্থটির রচয়িতা কে? ৯৯% 

উত্তর : Ideology and the Development" গ্রন্থটির রচয়িতা হলেন আরভিং জেইটলিন (Irving Zeitlin)। 

  • নব্য ক্রিয়াবাদের প্রবক্তা কে? ৯৯%

উত্তর : R.K Merton.

  • George Ritzer'--এর মতে, সমাজতাত্ত্বিক তত্ত্ব কয় প্রকার? ৯৯% 

উত্তর : 'George Ritzer'-এর মতে, সমাজতাত্ত্বিক তত্ত্ব দুই প্রকার ।

  • Social Systems and the Evolution of Action Theory' গ্রন্থের রচয়িতা কে ৯৯%

 অথবা, 'Social শ্যস্তে and the Evolution of

  • Action Theory' গ্রন্থটির লেখক কে?

উত্তর : 'Social System and the Evolution of Action Theory' গ্রন্থটির লেখক ট্যালকট পারসন্স।

  • Integration এর কাজ কী? ৯৯%

উত্তর : Integration এর কাজ হলো বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন।

  • ট্যালকট পারসন্সের মতে প্যাটার্ন ভেরিয়েবলস কয় ধরনের। ৯৯%

উত্তর : ট্যালকট পারসন্সের মতে প্যাটার্ন ভেরিয়েবলস পাঁচ ধরনের।

  • Theory is a set of proposition'-উক্তিটি কার? ৯৯% 

উত্তর : George Ritzer.

  • অভিযোজন কী? ৯৯%

উত্তর : পরিবেশের সাথে ব্যক্তির খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকে অভিযোজন বলে।

  • ব্যক্ত ক্রিয়া কি? ৯৯%

উত্তর : ব্যক্ত ক্রিয়া বলতে সেগুলো বুঝায়, যেগুলো মানুষ প্রত্যাশা করে। কর্তা (Actor) কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যখন সচেতনভাবে কোনো কাজ করেছে তখন তাকে ব্যক্ত ক্রিয়া বলে

  • মধ্যম পরিসর তত্ত্বের প্রবক্তা কে? ৯৯%

উত্তর : মধ্যম পরিসর তত্ত্বের প্রবক্তা রবার্ট কে. মার্টন ।

  • ব্যবস্থা তত্ত্বে কত ধরনের ব্যবস্থা আছে? ৯৯% 

উত্তর : ব্যবস্থা তত্ত্বে তিন ধরনের ব্যবস্থা আছে ।

  • রবার্ট কে. মার্টনের একটি বই-এর নাম উল্লেখ কর। ৯৯% 

উত্তর : রবার্ট কে. মার্টনের একটি বই-এর নাম হলো- "Social Theory and Social Structure".

  • ফ্রাঙ্কফুর্ট স্কুলের প্রতিষ্ঠাতা কে? ৯৯%

উত্তর : ম্যাক্স হোর্কেইমার।

  • ফ্রাঙ্কফুট স্কুলের দু'জন তাত্ত্বিকের নাম উল্লেখ কর। ৯৯%

 উত্তর : ১. ওয়াল্টার বেঞ্জামিন ও ২. ম্যাক্স হোকেইমার।

  • এক মাত্রিক মানুষ' ধারণার প্রবক্তা কে? ৯৯% 

 উত্তর : ‘এক মাত্রিক মানুষ' ধারণার প্রবক্তা হলেন হার্বার্ট মারকুইজ (Herbert Marcuse)।

  • হার্বার্ট মার্কুইসের মতানুযায়ী একমাত্রিক সমাজব্যবস্থা। কোনটি? ৯৯%

উত্তর : হার্বার্ট মার্কুইসের মতানুযায়ী একমাত্রিক সমাজব্যবস্থা হলো শিল্প সমাজ।

  • সামাজিক পুঁজির উপাদান কয়টি? ৯৯%

 উত্তর : সামাজিক পুঁজির উপাদান তিনটি।

  • মানব পুঁজি কি? ৯৯%

উত্তর : মানব পুঁজি হলো ব্যক্তির দশতা জ্ঞান এবং অভিজ্ঞতা যা সমাজে তাদের মূল্য নির্ধারন করে ।

  • যোগাযোগমুখী ক্রিয়াতত্ত্বের প্রবক্তা কে? ৯৯% [জা.বি. ২০১৮ ]

 উত্তর : যুর্গেন হেবারমাস ।

  • Role Taking" প্রত্যয়টি কোন সমাজবিজ্ঞানী ব্যবহার করেন ৯৯%

উত্তর : "Role Taking" প্রত্যয়টি সমাজবিজ্ঞানী হার্বার্ট মিড ব্যবহার করেন।

  • 'নাট্যাভিনয়মূলক তত্ত্বের প্রবক্তা কে?৯৯%

উত্তর : 'নাট্যাভিনয়মূলক তত্ত্বের প্রবক্তা হলেন আরভিং গফমেন (Erving Goffman ) ।

  • নাটকীয় বিশ্লেষণ কী? ৯৯%

উত্তর : নাটকীয় বিশ্লেষণ বা নাটকীয়তা হলো পরিচয়ের উপর একটি সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যা পরিচয় গঠন এবং সংস্কারের বিষয়গুলো অন্বেষণ করতে একটি নাট্য রূপক ব্যবহার করে। যেমন- নাটকীয়তা একটি স্থান, একটি মুহূর্ত এবং একটি শ্রোতাকে ধরে নেয় যাদের কাছে পরিচয় উপস্থাপন করা হচ্ছে।

  • আধুনিক নন্দন তত্ত্বের জনক কে?৯৯%

উত্তর : আলেকজান্ডার গোটলোক বার্ডমগার্টেন

  • Apearance' কি? ৯৯%

উত্তর : 'Apearance' হলো ঐ সকল বিষয়ের সমষ্টি অভিনেতার সামাজিক মর্যাদা সম্বন্ধে আমাদের অবহিত করে।

  • প্রতীকী মিথস্ক্রিয়াবাদের প্রবক্তা কে? ৯৯%

উত্তর : জর্জ হার্বার্ট রুমার।

  • প্রপঞ্চবাদ কি? ৯৯%

উত্তর : প্রপঞ্চবাদ হচ্ছে বস্তুর অধ্যয়ন যা দৃষ্টি গোচর হয়। 

  • সমাজবিজ্ঞানের প্রপঞ্চবাদের প্রধান প্রবক্তা কে? ৯৯%

উত্তর : সমাজবিজ্ঞানের প্রপঞ্চবাদের প্রধান প্রবক্তা হলেন- এডমন্ড হাশেল।

  • মন-এর মূল উৎস কী? ৯৯%

 উত্তর : মন-এর মূল উৎস হলো- মিথষ্ক্রিয়া।

  • আলফ্রেড স্যুব্জ-এর মতে, সামাজিক প্রপঞ্চবিদ্যা কী? ৯৯%

উত্তর : আলফ্রেড স্যুজ-এর মতে, সামাজিক প্রপঞ্চবিদ্যা বস্তুর অধ্যয়ন যা দৃষ্টিগোচর হয় । একে প্রায়শই ব্যাখ্যামূলক চেয়ে বর্ণনামূলকই বেশি বলা হয় ।

  • বিনিময় তত্ত্বের প্রধান প্রবক্তা কে? ৯৯%

উত্তর : বিনিময় তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন ক্যাম্পার হোমান্স ।

  • বিনিময় তত্ত্ব অনুযায়ী ‘সামাজিক বাস্তবতা'কি? ৯৯%

  • উত্তর : বিনিময় তত্ত্ব অনুসারে সামাজিক বাস্তবতা হলো বিনিময় সম্পর্কের ফলস্বরূপ। এখানে সামাজিক লেনদেনের ক্ষেত্রে মুনাফা ও সুবিধা প্রাপ্তির বিষয়টি প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে ।

  • সামাজিক পুঁজি তত্ত্বের প্রধান প্রবক্তা কে? | ৯৯%

উত্তর : জেমস কোলম্যান।

  • হোমাঙ্গ সামাজিক বাস্তবতার কতটি স্তরের প্রস্তাব করেছেন ৯৯%

উত্তর : হোমান্স সামাজিক বাস্ততার দুইটি স্তরের প্রস্তাব করেছেন। 


  যে কোন বিষয় শট সাজেশন পেতে 

 ইমু / হোয়াটসঅ্যাপ 01644-381088

—---------------------------------------------

   সকল বিষয় একসাথে পাবেন ৫০০৳

    ১ বিষয় শট সাজেশন মূল ১০০৳ 

—---------------------------------------------

            শট সাজেশন থাকবে 

 (ক-বিভাগ ৪০টি উঃ সহকারে থাকবে)

  (খ-বিভাগ ১০-১৩ ও গ-বিভাগ ৮-১০টি )


খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :



  • তত্ত্বের সংজ্ঞা দাও । ৯৯%

  • সমাজতাত্ত্বিক সামান্যীকরণ বলতে কী বুঝ? ৯৯%

  • কাঠামোগত ক্রিয়াবাদ কি? ৯৯%

  • পারসন্স এর মতে প্যাটার্ন ভেরিয়েবলস কী? ৯৯%

  • ট্যালকট পারসন্সের মতানুযায়ী সমাজের কাঠামোগত পরিবর্তন কি? ৯৯%

  • মধ্যম পরিসর তত্ত্ব কি?৯৯%

  • জ্ঞানালোকের যুগ কী? ৯৯% 

  • মধ্যম পরিসর তত্ত্বের বৈশিষ্ট্যগুলো লেখ। ৯৯%

  • হেবারমাসের মতে আধুনিকতা কী? ৯৯%

  • Horkheimer and Mercuse এর Critical Theory সম্পর্কে সংক্ষেপে লিখ। ৯৯%

  • পুঁজির ধরনগুলো সংক্ষেপে আলোচনা কর। ৯৯%

  • যোগাযোগমুখী ক্ৰিয়াতত্ত্ব' কী? ৯৯%

  • প্রতীকী মিথষ্ক্রিয়াবাদ কী? ৯৯%

  • নাটকীয় বিশ্লেষণ কি? ৯৯%

  • নন্দন তত্ত্ব কী? ৯৯%

  • প্রপঞ্চবিদ্যা বলতে কি বুঝ? ৯৯%

  • আলফ্রেড স্যুজ-এর ‘জীবন জগত' বলতে কী বুঝ? ৯৯% 

  • সিস্টেম তত্ত্ব বলতে কি বোঝায়? ৯৯%

  • প্যারাডাইম বলতে কি বোঝ? ৯৯%

  যে কোন বিষয় শট সাজেশন পেতে 

 ইমু / হোয়াটসঅ্যাপ 01644-381088

—---------------------------------------------

   সকল বিষয় একসাথে পাবেন ৫০০৳

    ১ বিষয় শট সাজেশন মূল ১০০৳ 

—---------------------------------------------

            শট সাজেশন থাকবে 

 (ক-বিভাগ ৪০টি উঃ সহকারে থাকবে)

  (খ-বিভাগ ১০-১৩ ও গ-বিভাগ ৮-১০টি )



গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :



  • সমাজবিজ্ঞান এর তত্ত্ব বিকাশে সামাজিক শক্তিসমূহ আলোচনা কর । ৯৯%

  • সমাজবিজ্ঞানে তত্ত্ব নির্মাণের সমস্যাসমূহ আলোচনা কর । ৯৯%

  • সমাজবিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞানের প্যারাডাইমের মধ্যকার পার্থক্য বর্ণনা কর। ৯৯%

  • ট্যালকট পারসন্স এর কাঠামোগত ক্রিয়াবাদ তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৯% 

  • রবার্ট কে মার্টনের বিচ্যুতিমূলক তত্ত্বটি আলোচনা কর । ৯৯%

  • রবার্ট কে মার্টনের নৈরাজ্য ও সমাজকাঠামো তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৯%

  • জন পরিসর’ তত্ত্বের সীমাবদ্ধতাসমূহ চিহ্নিত কর । ৯৯%

  • সমাজচিন্তায় হার্বার্ট মার্কুইসের অবদান মূল্যায়ন কর। ৯৯%

  • ফ্রাঙ্কফুর্ট স্কুল প্রতিষ্ঠায় ম্যাক্স হোর্কেইমার এর তাত্ত্বিক অবদান আলোচনা কর। ৯৯%

  • হার্বার্ট ব্লুমার এর ব্যাখ্যা ও পদ্ধতিতত্ত্ব আলোচনা কর । ৯৯%

  • জর্জ হার্বার্ট মিড এর প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৯%

  • হাবার্ট মিডের অহং বিকাশের প্রক্রিয়া ব্যাখ্যা কর । ৯৯%

  • আলফ্রেড স্যুজ এর প্রপঞ্চকেন্দ্রিক সমাজবিজ্ঞান আলোচনা কর । ৯৯% 

  •  হাশেলের প্রপঞ্চবাদের দার্শনিক ভিত্তিগুলো আলোচনা কর। ৯৯% 




Post a Comment (0)
Previous Post Next Post