এমএসএস (মাস্টার্স ফাইনাল); পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য-২০২৩/২৪)|
Subject Code : 312001
Subject Name: Contemporary Sociological Theory সমসাময়িক সমাজতাত্ত্বিক তত্ত্ব
[ সর্বশেষ চূড়ান্ত সাজেশম ]
সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
তত্ত্ব কী? ৯৯%
উত্তর : তত্ত্ব হলো প্রস্তাবনার সমষ্টি।
সমাজতাত্ত্বিক তত্ত্ব কি? ৯৯%
উত্তর : সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ক তাত্ত্বিকগণে সুচিন্তিত ও পরীক্ষিত মতবাদই সমাজতাত্ত্বিক মতবাদ ।
Masters of Sociological Thought' গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%
উত্তর : 'Masters of Sociological Thought' গ্রন্থটির রচয়িতা হলো- Lewis Coser.
Ideology and the Development" গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%
উত্তর : Ideology and the Development" গ্রন্থটির রচয়িতা হলেন আরভিং জেইটলিন (Irving Zeitlin)।
নব্য ক্রিয়াবাদের প্রবক্তা কে? ৯৯%
উত্তর : R.K Merton.
George Ritzer'--এর মতে, সমাজতাত্ত্বিক তত্ত্ব কয় প্রকার? ৯৯%
উত্তর : 'George Ritzer'-এর মতে, সমাজতাত্ত্বিক তত্ত্ব দুই প্রকার ।
Social Systems and the Evolution of Action Theory' গ্রন্থের রচয়িতা কে ৯৯%
অথবা, 'Social শ্যস্তে and the Evolution of
Action Theory' গ্রন্থটির লেখক কে?
উত্তর : 'Social System and the Evolution of Action Theory' গ্রন্থটির লেখক ট্যালকট পারসন্স।
Integration এর কাজ কী? ৯৯%
উত্তর : Integration এর কাজ হলো বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন।
ট্যালকট পারসন্সের মতে প্যাটার্ন ভেরিয়েবলস কয় ধরনের। ৯৯%
উত্তর : ট্যালকট পারসন্সের মতে প্যাটার্ন ভেরিয়েবলস পাঁচ ধরনের।
Theory is a set of proposition'-উক্তিটি কার? ৯৯%
উত্তর : George Ritzer.
অভিযোজন কী? ৯৯%
উত্তর : পরিবেশের সাথে ব্যক্তির খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকে অভিযোজন বলে।
ব্যক্ত ক্রিয়া কি? ৯৯%
উত্তর : ব্যক্ত ক্রিয়া বলতে সেগুলো বুঝায়, যেগুলো মানুষ প্রত্যাশা করে। কর্তা (Actor) কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যখন সচেতনভাবে কোনো কাজ করেছে তখন তাকে ব্যক্ত ক্রিয়া বলে
মধ্যম পরিসর তত্ত্বের প্রবক্তা কে? ৯৯%
উত্তর : মধ্যম পরিসর তত্ত্বের প্রবক্তা রবার্ট কে. মার্টন ।
ব্যবস্থা তত্ত্বে কত ধরনের ব্যবস্থা আছে? ৯৯%
উত্তর : ব্যবস্থা তত্ত্বে তিন ধরনের ব্যবস্থা আছে ।
রবার্ট কে. মার্টনের একটি বই-এর নাম উল্লেখ কর। ৯৯%
উত্তর : রবার্ট কে. মার্টনের একটি বই-এর নাম হলো- "Social Theory and Social Structure".
ফ্রাঙ্কফুর্ট স্কুলের প্রতিষ্ঠাতা কে? ৯৯%
উত্তর : ম্যাক্স হোর্কেইমার।
ফ্রাঙ্কফুট স্কুলের দু'জন তাত্ত্বিকের নাম উল্লেখ কর। ৯৯%
উত্তর : ১. ওয়াল্টার বেঞ্জামিন ও ২. ম্যাক্স হোকেইমার।
এক মাত্রিক মানুষ' ধারণার প্রবক্তা কে? ৯৯%
উত্তর : ‘এক মাত্রিক মানুষ' ধারণার প্রবক্তা হলেন হার্বার্ট মারকুইজ (Herbert Marcuse)।
হার্বার্ট মার্কুইসের মতানুযায়ী একমাত্রিক সমাজব্যবস্থা। কোনটি? ৯৯%
উত্তর : হার্বার্ট মার্কুইসের মতানুযায়ী একমাত্রিক সমাজব্যবস্থা হলো শিল্প সমাজ।
সামাজিক পুঁজির উপাদান কয়টি? ৯৯%
উত্তর : সামাজিক পুঁজির উপাদান তিনটি।
মানব পুঁজি কি? ৯৯%
উত্তর : মানব পুঁজি হলো ব্যক্তির দশতা জ্ঞান এবং অভিজ্ঞতা যা সমাজে তাদের মূল্য নির্ধারন করে ।
যোগাযোগমুখী ক্রিয়াতত্ত্বের প্রবক্তা কে? ৯৯% [জা.বি. ২০১৮ ]
উত্তর : যুর্গেন হেবারমাস ।
Role Taking" প্রত্যয়টি কোন সমাজবিজ্ঞানী ব্যবহার করেন ৯৯%
উত্তর : "Role Taking" প্রত্যয়টি সমাজবিজ্ঞানী হার্বার্ট মিড ব্যবহার করেন।
'নাট্যাভিনয়মূলক তত্ত্বের প্রবক্তা কে?৯৯%
উত্তর : 'নাট্যাভিনয়মূলক তত্ত্বের প্রবক্তা হলেন আরভিং গফমেন (Erving Goffman ) ।
নাটকীয় বিশ্লেষণ কী? ৯৯%
উত্তর : নাটকীয় বিশ্লেষণ বা নাটকীয়তা হলো পরিচয়ের উপর একটি সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যা পরিচয় গঠন এবং সংস্কারের বিষয়গুলো অন্বেষণ করতে একটি নাট্য রূপক ব্যবহার করে। যেমন- নাটকীয়তা একটি স্থান, একটি মুহূর্ত এবং একটি শ্রোতাকে ধরে নেয় যাদের কাছে পরিচয় উপস্থাপন করা হচ্ছে।
আধুনিক নন্দন তত্ত্বের জনক কে?৯৯%
উত্তর : আলেকজান্ডার গোটলোক বার্ডমগার্টেন
Apearance' কি? ৯৯%
উত্তর : 'Apearance' হলো ঐ সকল বিষয়ের সমষ্টি অভিনেতার সামাজিক মর্যাদা সম্বন্ধে আমাদের অবহিত করে।
প্রতীকী মিথস্ক্রিয়াবাদের প্রবক্তা কে? ৯৯%
উত্তর : জর্জ হার্বার্ট রুমার।
প্রপঞ্চবাদ কি? ৯৯%
উত্তর : প্রপঞ্চবাদ হচ্ছে বস্তুর অধ্যয়ন যা দৃষ্টি গোচর হয়।
সমাজবিজ্ঞানের প্রপঞ্চবাদের প্রধান প্রবক্তা কে? ৯৯%
উত্তর : সমাজবিজ্ঞানের প্রপঞ্চবাদের প্রধান প্রবক্তা হলেন- এডমন্ড হাশেল।
মন-এর মূল উৎস কী? ৯৯%
উত্তর : মন-এর মূল উৎস হলো- মিথষ্ক্রিয়া।
আলফ্রেড স্যুব্জ-এর মতে, সামাজিক প্রপঞ্চবিদ্যা কী? ৯৯%
উত্তর : আলফ্রেড স্যুজ-এর মতে, সামাজিক প্রপঞ্চবিদ্যা বস্তুর অধ্যয়ন যা দৃষ্টিগোচর হয় । একে প্রায়শই ব্যাখ্যামূলক চেয়ে বর্ণনামূলকই বেশি বলা হয় ।
বিনিময় তত্ত্বের প্রধান প্রবক্তা কে? ৯৯%
উত্তর : বিনিময় তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন ক্যাম্পার হোমান্স ।
বিনিময় তত্ত্ব অনুযায়ী ‘সামাজিক বাস্তবতা'কি? ৯৯%
উত্তর : বিনিময় তত্ত্ব অনুসারে সামাজিক বাস্তবতা হলো বিনিময় সম্পর্কের ফলস্বরূপ। এখানে সামাজিক লেনদেনের ক্ষেত্রে মুনাফা ও সুবিধা প্রাপ্তির বিষয়টি প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে ।
সামাজিক পুঁজি তত্ত্বের প্রধান প্রবক্তা কে? | ৯৯%
উত্তর : জেমস কোলম্যান।
হোমাঙ্গ সামাজিক বাস্তবতার কতটি স্তরের প্রস্তাব করেছেন ৯৯%
উত্তর : হোমান্স সামাজিক বাস্ততার দুইটি স্তরের প্রস্তাব করেছেন।
যে কোন বিষয় শট সাজেশন পেতে
ইমু / হোয়াটসঅ্যাপ 01644-381088
—---------------------------------------------
সকল বিষয় একসাথে পাবেন ৫০০৳
১ বিষয় শট সাজেশন মূল ১০০৳
—---------------------------------------------
শট সাজেশন থাকবে
(ক-বিভাগ ৪০টি উঃ সহকারে থাকবে)
(খ-বিভাগ ১০-১৩ ও গ-বিভাগ ৮-১০টি )
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :
তত্ত্বের সংজ্ঞা দাও । ৯৯%
সমাজতাত্ত্বিক সামান্যীকরণ বলতে কী বুঝ? ৯৯%
কাঠামোগত ক্রিয়াবাদ কি? ৯৯%
পারসন্স এর মতে প্যাটার্ন ভেরিয়েবলস কী? ৯৯%
ট্যালকট পারসন্সের মতানুযায়ী সমাজের কাঠামোগত পরিবর্তন কি? ৯৯%
মধ্যম পরিসর তত্ত্ব কি?৯৯%
জ্ঞানালোকের যুগ কী? ৯৯%
মধ্যম পরিসর তত্ত্বের বৈশিষ্ট্যগুলো লেখ। ৯৯%
হেবারমাসের মতে আধুনিকতা কী? ৯৯%
Horkheimer and Mercuse এর Critical Theory সম্পর্কে সংক্ষেপে লিখ। ৯৯%
পুঁজির ধরনগুলো সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
যোগাযোগমুখী ক্ৰিয়াতত্ত্ব' কী? ৯৯%
প্রতীকী মিথষ্ক্রিয়াবাদ কী? ৯৯%
নাটকীয় বিশ্লেষণ কি? ৯৯%
নন্দন তত্ত্ব কী? ৯৯%
প্রপঞ্চবিদ্যা বলতে কি বুঝ? ৯৯%
আলফ্রেড স্যুজ-এর ‘জীবন জগত' বলতে কী বুঝ? ৯৯%
সিস্টেম তত্ত্ব বলতে কি বোঝায়? ৯৯%
প্যারাডাইম বলতে কি বোঝ? ৯৯%
যে কোন বিষয় শট সাজেশন পেতে
ইমু / হোয়াটসঅ্যাপ 01644-381088
—---------------------------------------------
সকল বিষয় একসাথে পাবেন ৫০০৳
১ বিষয় শট সাজেশন মূল ১০০৳
—---------------------------------------------
শট সাজেশন থাকবে
(ক-বিভাগ ৪০টি উঃ সহকারে থাকবে)
(খ-বিভাগ ১০-১৩ ও গ-বিভাগ ৮-১০টি )
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :
সমাজবিজ্ঞান এর তত্ত্ব বিকাশে সামাজিক শক্তিসমূহ আলোচনা কর । ৯৯%
সমাজবিজ্ঞানে তত্ত্ব নির্মাণের সমস্যাসমূহ আলোচনা কর । ৯৯%
সমাজবিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞানের প্যারাডাইমের মধ্যকার পার্থক্য বর্ণনা কর। ৯৯%
ট্যালকট পারসন্স এর কাঠামোগত ক্রিয়াবাদ তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৯%
রবার্ট কে মার্টনের বিচ্যুতিমূলক তত্ত্বটি আলোচনা কর । ৯৯%
রবার্ট কে মার্টনের নৈরাজ্য ও সমাজকাঠামো তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৯%
জন পরিসর’ তত্ত্বের সীমাবদ্ধতাসমূহ চিহ্নিত কর । ৯৯%
সমাজচিন্তায় হার্বার্ট মার্কুইসের অবদান মূল্যায়ন কর। ৯৯%
ফ্রাঙ্কফুর্ট স্কুল প্রতিষ্ঠায় ম্যাক্স হোর্কেইমার এর তাত্ত্বিক অবদান আলোচনা কর। ৯৯%
হার্বার্ট ব্লুমার এর ব্যাখ্যা ও পদ্ধতিতত্ত্ব আলোচনা কর । ৯৯%
জর্জ হার্বার্ট মিড এর প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৯%
হাবার্ট মিডের অহং বিকাশের প্রক্রিয়া ব্যাখ্যা কর । ৯৯%
আলফ্রেড স্যুজ এর প্রপঞ্চকেন্দ্রিক সমাজবিজ্ঞান আলোচনা কর । ৯৯%
হাশেলের প্রপঞ্চবাদের দার্শনিক ভিত্তিগুলো আলোচনা কর। ৯৯%