HSC Bangla 2nd Paper Suggestion, এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন 2022

 
HSC Bangla 2nd Paper Suggestion 2022

০১/ বাংলা উচ্চারণের নিয়ম
উচ্চারণ রীতি কি বাংলা শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা লেখ।।
বাংলা উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখ।।
বাংলা (অ) ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লিখ।
বাংলা (এ) ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখ।।
suggestionquestion.com অথবা
শুদ্ধ উচ্চারণ লেখ। (যেকোনো পাঁচটি)
অলি, কাজল, দৈব, এখন, অতঃপর, নদী, ক্ষমা, পদ্য, নিঃশেষ, অনু, মাদল, বৈধ, পরী, লক্ষণ, গদ্য, প্রণীত।
০২/ বাংলা শুদ্ধ বানানের নিয়ম
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম /অ তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লিখ।
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখ।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখ।
বাংলা ভাষায় বিদেশী শব্দ লেখার পাঁচটি নিয়ম লেখ।
ণত্ব বিধান বলতে কি বুঝ? ণত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখ।
ত্ব বিধান বলতে কি বুঝ? ষত্ব বিধানের পাঁচটি নিয়ম লিখ।।
অথবা
যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখ।
ক্ষীণজীবী, সান্তনা, কৃতকার্য, সদ্যজাত, বস্তুনিষ্ঠ, দূরদর্শিতা, ভৌগলিক, আশীষ, পরিপক্কতা, প্রতিদ্বন্দ্বিতা, আকাঙ্ক্ষা, ন্যূনতম, কীর্তিমান, পুরস্কার, বুদ্ধিজীবী, ক্রীতদাস।

০৩/ বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি
পদ বলতে কি বুঝ? উহা কত প্রকার ও কি কি? সংগা সহ লেখ।।
বিশেষণ পদ কত প্রকার ও কি কি? 
বিশেষণের অতিশায়ন বা তারতম্য বলতে কি বুঝ?
অব্যয় পদ কত প্রকার ও কি কি?
ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার ও কি কি?
গঠন অনুসারে ক্রিয়া পদ কত প্রকার ও কি কি?
ক্রিয়ার ভাব বলতে কি বুঝ? ইহা কত প্রকার ও কি কি?
পদ পরিবর্তন বলতে কি বুঝ? উহা কত প্রকার ও কি কি?
সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পাঁচটি পার্থক্য লেখ।
সাপেক্ষ সর্বনাম কাকে বলে এ ধরনের সর্বনাম এ তিনটি উদাহরণ 2 টি করে প্রয়োগ দেখাও
অথবা নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষ্য/ বিশেষণ/ক্রিয়াপদ চিহ্নিত করো।

০৪/ বাংলা শব্দ গঠন বলতে কি বুঝ?
শব্দ বলতে কি বুঝ?? উৎপত্তি/ গঠন/ অর্থ অনুসারে বাংলা শব্দ কত প্রকার ও কি কি? উদাহরণ সহ লিখ।
শব্দ গঠন বলতে কি বুঝ? কি কি? পদ্ধতিতে শব্দ গঠিত হয়
উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে আলোচনা করো।
বাংলা, সংস্কৃতি, বিদেশি উপসর্গ যোগে শব্দ তৈরি করে বাক্য প্রয়োগ করে দেখাও

অথবা 
ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো।
পুষ্টিকর, ত্রিরত্ন, পথে-ঘাটে, নীলাকাশ, বদ মেজাজী, চাঁদমুখ, কানাকানি, সচিত্র, জাদুকর, চতুর্ভুজ, বাহুলতা, মধ্যবয়সি, সুকণ্ঠ, সহজাত, জলেস্থলে, লাঠালাঠি।
অথবা
প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো।
দর্শণীয় বর্মী, বৃষ্টি, দোকানদার, সোনালী, দোলনা, ঢাকায়, নায়ক, বক্তব্য, পিপাসা, দ্রাঘিমা, জেলে, সঞ্চয়।
০৫/ বাক্যতত্ত্ব
বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি?
অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি?
একটা সার্থক বাক্য গঠনের কি কি? গুন বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও

 অথবা
বাক্যান্তর করো।
এইমাত্র যে এলো, সে একজন ছাত্র। (সরল)
কি ভয়ঙ্কর ঘটনা! (নির্দেশনা মূলক)
তার নাম রেশমা। (জিজ্ঞাসা মূলক)
তোমার যাওয়াই উচিত। (অনুজ্ঞাসূচক)
লোকটি ধনী হলেও কৃপণ। (জটিল)
সে সুস্থ নয়। (অস্তিবাচক)
তুমি অন্যায় করেছো। (নেতিবাচক)
সুন্দর গল্পটি ভোলা যায় না।
তার চাকরিটা হয়ে গেছে।
আমি তোমার মঙ্গল কামনা করি।

০৬/ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ।।
তিনি আরোগ্য হইয়াছেন।
সব মাছ গুলোর দাম কত?
আপনি কি আমার স্বপক্ষে না বিপক্ষে?
ইদানিংকালে তার অবকাশ নেই।
তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
বাজারে খাঁটি সরিষার তেল দুর্লভ।
আবশ্যকীয় বিছানাপত্র সঙ্গে লইয়া আসিবেন।

অথবা
অনুচ্ছেদটি শুদ্ধ করো।।
বৃষ্টি চলাকালীন সময়ে রাতুন ফিরে এলো। সে খুব সুবুদ্ধিমান। তার আপাদমস্তক পর্যন্ত পর্যন্ত ভেজা। পোশাক পাল্টানো আবশ্যকীয়। কিন্তু প্রথমে সে আকন্ঠ পর্যন্ত ভোজন করিল। তা দেখে রাতুলের মা বিস্মিত হল। তবে রাতুল নিঃসন্দিহান যে, তার অসুখ হবে না।

০৭/ পারিভাষিক শব্দ/ বাংলায় অনুবাদ
যেকোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখ।।
Faculty, embargo, advisor, sabotage, white -peper, manuscript, oath, code. Auditor, fiction, index, quack, civil war, boycott, expert.
নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো।।
Punctuality is to be cultivated and form into a habit. This quality is to be acquired through all our works from our boyhood. Boyhood is the seed time. The Habit formed at this time will continue all through our life

০৮/ দিনলিপি লিখন /অভিজ্ঞতা বর্ণনা /ভাষণ/ প্রতিবেদন
এ অংশ থেকে শুধু ভাষণ ও প্রতিবেদন এর ওপর ভালোভাবে প্রস্তুতি নিলেই হবে।
আলোকিত মানুষ চাই।
এইডস মৃত্যুর অপর নাম। বাঁচতে হলে জানতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য।
নৈতিক অবক্ষয় উন্নয়নের অন্তরায়।
সড়ক দুর্ঘটনা রোধে চাই সকলের সচেতনতা।
দুর্নীতির কারণ ও প্রতিকার।
মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুব সমাজের উদ্দেশ্যে একটি ভাষণ।
ছাত্র রাজনীতির একাল ও সেকাল।
ইভটিজিং প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা।
জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সভায় নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে একটি ভাষণ তৈরি করো।
স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক সেমিনারে উপস্থাপনের জন্য প্রধান বক্তা হিসেবে একটি ভাষণ তৈরি করো।
ইন্টারনেটের গুরুত্ব বর্ণনা করে একটি মঞ্চ ভাষণ তৈরি করো।
খাদ্যে ভেজাল কারণ ও প্রতিকার শীর্ষক সেমিনারে উপস্থাপনের জন্য প্রধান বক্তা হিসেবে একটি ভাষণ তৈরি করো।
শিক্ষা উন্নয়নের পূর্বশর্ত শীর্ষক আলোচনা সভায় আলোচকের একটি ভাষণ তৈরি করো।

 #প্রতিবেদন রচনা
তোমার কলেজে স্বাধীনতা দিবস উদযাপন বিষয়ে একটি প্রতিবেদন লেখ।
তোমার এলাকায় অনুষ্ঠিত একটি তথ্য ও প্রযুক্তি মেলার উপর একটি প্রতিবেদন লিখ।
তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন লেখ।
সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও এর প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন লেখ।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ এবং তার প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন লিখ।
তোমার কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে একটি প্রতিবেদন লিখ।
পরিবেশের ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ এই শিরোনামে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।
শিশুশ্রম বন্ধের আবশ্যকতা তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি করো।
মোবাইল ফোনের অপব্যবহার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
শীতার্ত মানুষের দুঃসহ জীবন শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো।
ঘূর্ণিঝড় উপদ্রুত একটি এলাকায় বিপর্যস্ত জীবন সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
তোমার এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চেয়ে একটি প্রতিবেদন রচনা করো
নগর উন্নয়ন বিষয়ক একটি প্রতিবেদন রচনা করো।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ক একটি প্রতিবেদন রচনা করো।

০৯/ বৈদ্যুতিক চিঠি বা ইমেইল 
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি ইমেইল পাঠাও।
এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে একটি ই-মেইল পাঠাও।
তোমার বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ই-মেইল পাঠাও।
বাংলায় এমন একটি ইমেইল পাঠাও যা তোমার প্রবাসী বন্ধুকে তোমার এলাকা ভ্রমণে উদ্বুদ্ধ করবে।
তোমার বন্ধু সম্প্রতি তার পিতাকে হারিয়েছে। সান্তনা জানিয়ে একটি ই-মেইল পাঠাও।
কানাডার একটি বিশ্ববিদ্যালয় ভর্তি হবার জন্য বিস্তারিত জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ে একটি ইমেইল পাঠাও।
তোমার সাম্প্রতিক ভ্রমণ সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি ই-মেইল পাঠাও।
নিয়মিত অধ্যায়ন করার পরামর্শ দিয়ে তুমি তোমার ছোট ভাইকে একটি ইমেইল পাঠাও।
তোমার বিদেশী বন্ধুকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা জানিয়ে একটি ই-মেইল পাঠাও।

পত্র লিখন
ডাকযোগে বই প্রেরণের অনুরোধ জানিয়ে একটি প্রকাশনার কেন্দ্রের ম্যানেজার বরাবর ব্যবসায়িক পত্র লেখ।
তোমার কলেজে বাংলা নববর্ষের বর্ণনা জানিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
মাদকাসক্তির কুফল জানিয়ে ছোট ভাইকে একটি উপদেশমূলক পত্র লেখ।
তোমার কলেজে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিবরণ দিয়ে বন্ধুর কাছে পত্র লেখ।
তোমার সদ্য পঠিত একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুকে পত্র লেখ।

আবেদনপত্র
শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্য চেয়ে অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লেখ।
শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।
বাংলা একাডেমিতে অফিস সহকারী পদে চাকরির জন্য একটি আবেদনপত্র লেখ।
কোন প্রতিষ্ঠান ব্যবস্থাপকের শূন্য পদে চাকরির জন্য একটি আবেদনপত্র লেখ।
এলাকার একটি রাস্তা সংস্কার সম্বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের একটি পত্র লেখ।
তোমার এলাকায় মাত্রাতিরিক্ত লোডশেডিং এর প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের একটি পত্র লেখ।
এলাকার আইন শৃংখলার অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এর একটি পত্র লেখ।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখ।
কলেজের নবাগত ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন উপলক্ষে একটি অভিনন্দন পত্র রচনা করো।
অনুষ্ঠান সূচি সহ তোমাদের কলেজে নজরুল জয়ন্তী বা রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র লিখ।

সারাংশ সারমর্ম সারসংক্ষেপ বা ভাব সম্প্রসারণ

এখানে ভাব সম্প্রসারণ এর ওপর ভালোভাবে প্রস্তুত নিলে চলবে। পরীক্ষায় অন্য গুলোর উত্তর লাগবে না।
স্বদেশের উপকারে নাই যার মন,
কে বলে মানুষ তারে পশু সেই জন।
দাও ফিরে সে অরণ্য লও হে নগর।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
যে সহে সে রহে। 
সবার ওপর মানুষ সত্য তাহার উপর নাই।
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
কীর্তিমানের মৃত্যু নাই।
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে,
তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে।
প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।
স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো।
পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুয়ারে আছে মোর দেবালয়।
অর্থই অনর্থের মূল। 
স্বার্থ মগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে,
সে কখনো শেখেনি বাঁচিতে।
আমার একার আলো সে যে অন্ধকার,
যদি না সবারে অংশ দিতে পারি তার।
মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।
রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।
পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে।
দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার। 

সংলাপ রচনা বা খুদে গল্প রচনা
এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর সংলাপ।
যৌতুক বা পণ প্রথা নিয়ে দুই বান্ধবীর সংলাপ।
ধূমপানের ক্ষতিকর প্রভাব জানিয়ে দুই বন্ধুর সংলাপ।
শিক্ষা সফর প্রসঙ্গে দুই বন্ধুর কথোপকথন।
সম্প্রতি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নিয়ে পিতা পুত্রের সংলাপ রচনা করো।
জলবায়ু সম্পর্কে দুই বন্ধুর সংলাপ।
ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে দুই বন্ধুর সংলাপ।
ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক। ফেসবুক সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ।
চাকরির জন্য হাসান ও নিয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে একটি সংলাপ।

রচনা বা প্রবন্ধ লিখন 
তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ
বাংলাদেশের পোশাক শিল্প
জাতি গঠনে নারী সমাজের ভূমিকা
কৃষি কাজে বিজ্ঞান
ইন্টারনেট ও আজকের বিশ্ব
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
একুশের চেতনা
আমার স্বপ্নের বাংলাদেশ
ডিজিটাল বাংলাদেশ
দেশের সামাজিক উৎসব
পরিবেশ দূষণ ও তার প্রতিকার
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার
শিষ্টাচার 
বিশ্বায়ন ও বাংলাদেশ

Post a Comment (0)
Previous Post Next Post