ডিগ্রী পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২২
ডিগ্রী দ্বিতীয় বর্ষ (১৮-১৯) সেশন
বিষয় ফিনান্স এন্ড ব্যাংকিং তৃতীয় পত্র
(সরকারি অর্থব্যবস্থা ও করবিধিঃ ১২২৪০১)
খ_বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন
১। সরকারি ব্যয়ের নীতিমালা বর্ণনা কর।
২। করপাত কি? করপাতের নির্ধারকসমূহ বর্ণনা কর।
৩। সরকারি ব্যয় ও বেসরকারি ব্যয়ের মধ্যে পার্থক্য কর।
৪। সরকারের ঋণ কি? সরকারি ঋণের উদ্দেশ্যসমূহ কি?
৫। ঘাটতি ব্যয় কি? ঘাটতি ব্যয়ের পদ্ধতিসমূহ আলোচনা কর।
৬। বাংলাদেশের সরকারি ব্যয় বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর।
৭। করদাতার আবাসিক মর্যাদা নির্ণয়ের গুরুত্ব আলোচনা কর।
৮। আয়কর আরোপের মৌলিক নীতিগুলো আলোচনা কর।
৯। সরকারি অর্থব্যবস্থা কি জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে পারে?
১০। কর কি? কর ও ফি এবং প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য কি?
অথবা, করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য কি?
১১। ঘাটতি বাজেট ও উদ্ধৃত্ত বাজেটের মধ্যে পার্থক্য কি?
অথবা, রাজস্ব ও মূলধনী বাজেটের মধ্যে পার্থক্য কি?
১২। আর্থিক নীতি ও রাজস্বনীতির মধ্যে পার্থক্য কি?
**
১৩। কর কি? করের নীতিমালা গুলো বর্ণনা কর।
অথবা, তুমি কি মনে কর, পরোক্ষ কর অপেক্ষা প্রত্যক্ষ কর শ্রেয়?
১৪। কোন পরিস্থিতিতে করবর্ষ ও আয়বর্ষ একই হতে পারে?
১৫। কর প্রদানের সামর্থ্য নীতিটি ব্যাখ্যা কর।
গ_বিভাগ : রচনামূলক প্রশ্ন
১। সরকারি অর্থব্যবস্থা কি? সরকারি অর্থব্যবস্থার মূল উদ্দেশ্য আলোচনা কর।
২। সরকারি ব্যয় কাকে বলে? বাংলাদেশে সরকারের ব্যয়ের খাতসমূহ বর্ণনা কর।
৩। বাংলাদেশে ভ্যাট এর পক্ষে ও বিপক্ষে যুক্তিসমূহ বর্ণনা কর।
৪। রাজস্বনীতি কি? উন্নয়নশীল দেশে রাজস্বনীতির ভূমিকা ব্যাখ্যা কর।
৫। আয়কর সংক্রান্ত বিধিবদ্ধ সংজ্ঞাসমূহ আলোচনা কর।
৬। আয় বিবরণী কি? আয়ের বিবরণী দাখিল সংক্রান্ত নিয়মাবলি কি? বর্ণনা কর।
৭। ব্যক্তি এবং কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানির সর্বনিম্ন করের পরিমাণ কত? আলোচনা কর।
৮। ক) বাংলাদেশে বৈদেশিক সাহায্যের উতসসমূহ বর্ণনা কর।
খ) বাংলাদেশে বৈদেশিক সাহায্যের অসুবিধা ব্যাখ্যা কর।
৯। উতসস্থলে কর কর্তন কি? কোন কোন আয়ের ক্ষেত্রে উতসস্থলে কর কর্তন করা হয়?
১০। জাতীয় রাজস্ব বোর্ডের এবং প্রধান কর কমিশনারের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১১। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্বনীতির কার্যক্রম বা কার্যকারিতা আলোচনা কর।
**
১২। গণদ্রব্যের কাম্য যোগান নির্ধারণে স্যামুয়েলসনের সমাধান ব্যাখ্যা কর। গণ দ্রব্য কি?
১৩। মূল্য সংযোজন কর কি? মূল্য সংযোজন কর আপিলেট ট্রাইব্যুনাল ও এর গঠন প্রণালী আলোচনা কর।
১৪। সুষম বাজেট কি? সুষম বাজেটের পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন কর।
১৫। সরকারি অর্থব্যবস্থা সামাজিক ন্যায় বিচারের হাতিয়ার হওয়া বাঞ্ছনীয় ব্যাখ্যা কর।